![]() | এই নিবন্ধটি ইংরেজি উইকিপিডিয়ার সংশ্লিষ্ট নিবন্ধ অনুবাদ করে সম্প্রসারণ করা যেতে পারে। (নভেম্বর ২০২২) অনুবাদ করার আগে গুরুত্বপূর্ণ নির্দেশাবলি পড়ার জন্য [দেখান] ক্লিক করুন।
|
অনুগ্রহ করে এই নিবন্ধ বা অনুচ্ছেদটি সম্প্রসারণ করে এর উন্নতিতে সহায়তা করুন। অতিরিক্ত তথ্যের জন্য আলাপ পাতা দেখতে পারেন।
|
অদিতি রাও হায়দারী | |
---|---|
![]() ২০২৩ সালে অদিতি | |
জন্ম | ২৮ অক্টোবর ১৯৮৫ |
মাতৃশিক্ষায়তন | লেডি শ্রীরাম কলেজ |
পেশা |
|
কর্মজীবন | ২০০৭-বর্তমান |
দাম্পত্য সঙ্গী | সত্যদীপ মিশ্র (বিচ্ছেদ. ২০১৩) |
পিতা-মাতা | এহসান হায়দারী বিদ্যা রাও |
অদিতি রাও হায়দারী ভারতের একজন চলচ্চিত্র অভিনেত্রী। ২০০৬ সালের মালয়ালম ভাষার চলচ্চিত্র 'প্রজাপতি' দ্বারা অদিতির চলচ্চিত্র জীবন শুরু হয়।[১]
অদিতি ২০১১ সালে মুক্তি পাওয়া হিন্দি সিনেমা 'ইয়ে সালি যিন্দেগি'তে অভিনয় করে প্রশংসিত হন এবং 'স্ক্রিন এ্যাওয়ার্ড ফর বেস্ট সাপোর্টইং এ্যাক্ট্রেস' জেতেন। ২০১১ সালেই রণবীর কাপুর এর সঙ্গে অভিনীত চলচ্চিত্র 'রকস্টার' মুক্তি পায়। ২০১৮ সালের চলচ্চিত্র 'পদ্মাবত' তে তিনি মেহেরুন্নেসা চরিত্রে অভিনয় করেন।
অদিতি ১৯৮৫ সালে হায়দ্রাবাদে এক তেলুগু পরিবারে জন্ম নেন।[২]