অনুপপুর জেলা | |
---|---|
মধ্যপ্রদেশের জেলা | |
দেশ | ভারত |
রাজ্য | মধ্য প্রদেশ |
বিভাগ | শাহদোল |
সদরদপ্তর | অনুপপুর |
সরকার | |
• Lok Sabha constituencies | Shahdol |
আয়তন | |
• মোট | ৩,৭০১ বর্গকিমি (১,৪২৯ বর্গমাইল) |
জনসংখ্যা (2011) | |
• মোট | ৭,৪৯,৫২১ |
• জনঘনত্ব | ২০০/বর্গকিমি (৫২০/বর্গমাইল) |
Demographics | |
• Literacy | 69.08 per cent |
• Sex ratio | 975 |
সময় অঞ্চল | IST (ইউটিসি+05:30) |
ওয়েবসাইট | http://anuppur.nic.in |
অনুপপুর জেলা হল মধ্য ভারতের মধ্যপ্রদেশের একটি প্রশাসনিক জেলা। এটি সহদল বিভাগের অন্তর্গত। অনুপপুর শহর এ জেলার সদরদপ্তর।
অনুপপুর জেলার মোট আয়তন ৩৭০১ বর্গকিলোমিটার এবং মোট জনসংখ্যা ৬৬৭,১৫৫ জন (২০০১ সালের জনগননা অনুযায়ী)। এর মধ্যে ৩০৯,৬২৪ জন তফসিলি উপজাতি এবং ৪৮,৩৭৬ জন তফসিলি জাতি। এ জেলা সীমানা ভাগ করেছে পূর্বে ছত্তিসগড় রাজের কোরিয়া জেলা সাথে, দক্ষিণ পূর্বে বিলাসপুর জেলার সাথে, দক্ষিণ পশ্চিমে দিন্দোরি জেলা, পশ্চিমে উমারিয়া জেলা, উত্তর ও উত্তর পশ্চিমে শাহদোল জেলার সাথে সীমানা ভাগ করেছে।
ভালু মদা কয়লা খনির নিকটবর্তী বরবাসপুর (চন্ডী) অনুপপুর জেলার বৃহত্তমতম গ্রাম।
২০১১ সালের জনগণনা অনুসারে অনুপপুর জেলার জনসংখ্যা ৭৪৯,৫২১ জন,[১] যা গায়ানা রাষ্ট্রের সমান বা মার্কিন যুক্তরাষ্ট্রে আলাস্কা রাজ্যের মোট জনসংখ্যার সমান। যা ২০০১ সালে ছিল ৬৬৭,১৫৫ জন। জনসংখ্যার ভিত্তিতে অনুপপুর ভারতের ৬৪০টি জেলার মধ্যে ৪৯২তম। এ জেলার জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে ২০০জন বসবাস করে (প্রতি মাইলে ৫২০ জন)। ২০০১-২০১১ এর দশকে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ১২.৩৫%।
অনুপপুর জেলার অধিকাংশ মানুষ বাঘেলি সহ স্থানীয় ভাষায় কথা বলে, যার সাথে হিন্দি ভাষার ৭২-৯১% সাথে মিল রয়েছে (জার্মান ও ইংরেজি ভাষার সাথে এর ৬০% তুলনা করা হয়) এবং বালেখান্দ অঞ্চলের প্রায় ৭,৮০০,০০০ জন মানুষ এ ভাষায় কথা বলে।[২]
অনুপপুর জেলার শিক্ষার হার ৬৯.০৮%। এ জেলার গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান সমুহ হল-