অনুপ সোনি | |
---|---|
![]() ২০১২ সালে সোনি | |
জন্ম | [১] | ৩০ জানুয়ারি ১৯৭৫
জাতীয়তা | ভারতীয় |
পেশা | অভিনেতা, মডেল |
কর্মজীবন | ১৯৯৩–বর্তমান |
পরিচিতির কারণ | ক্রাইম প্যাট্রোল |
দাম্পত্য সঙ্গী | ঋতু সোনি (বি. ১৯৯৯; বিচ্ছেদ. ২০১০)[২][৩] জুহি বব্বর (বি. ২০১১) |
সন্তান | ৩ |
অনুপ সোনি (হিন্দি: अनूप सोनी; জন্ম: ৩০ জানুয়ারি ১৯৭৫)[৪] হলেন একজন ভারতীয় অভিনেতা, মডেল এবং টেলিভিশন উপস্থাপক।[৫] তিনি ভারতের রাষ্ট্রীয় নাট্য বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র।[৬]
সোনি তার ক্যারিয়ার শুরু করেছিলেন সি হকস, সায়া'র মতো টেলিভিশন ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে। এরপর চলচ্চিত্রে কাজ করার জন্য টেলিভিশন থেকে বিরতি নেন। তিনি ২০০৩ সালের খরাশিন: স্কার্স ফ্রম রিওটস, হাম পেয়ার তুমহি সে কার বৈঠে এবং হাতিয়ার চলচ্চিত্রে অভিনয় করেন। ২০০৪ সালে তিনি অশোক পণ্ডিতের শিন চলচ্চিত্রে অভিনয় করেন। পরবর্তীতে টেলিভিশনে ফিরে আসেন সিআইডি: স্পেশাল ব্যুরো-তে কাজ করতে। তিনি চলচ্চিত্র এবং টেলিভিশন উভয় ক্ষেত্রেই কাজ চালিয়ে যাচ্ছেন।[৭][৮] সনি টিভি'র ধারাবাহিক ক্রাইম প্যাট্রোল-এ সঞ্চালক হিসেবে অভিনয় করে তিনি সর্বাধিক জনপ্রিয়তা পান।[৯][১০][১১][১২]
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |