অনুভব | |
---|---|
পরিচালক | বাসু ভট্টাচার্য্য |
প্রযোজক | বাসু ভট্টাচার্য্য |
চিত্রনাট্যকার | বাসু ভট্টাচার্য্য |
শ্রেষ্ঠাংশে | সঞ্জীব কুমার তনুজা |
সুরকার | কানু রায় গুলজার (গীতি) |
চিত্রগ্রাহক | নন্দ ভট্টাচার্য |
সম্পাদক | এস. চক্রবর্তী |
মুক্তি |
|
স্থিতিকাল | ১৩৯ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
অনুভব (হিন্দি: अनुभव) হচ্ছে ১৯৭১ সালে মুক্তিপ্রাপ্ত একটি হিন্দি চলচ্চিত্র যেটির রচনা ও পরিচালনা করেছিলেন বাসু ভট্টাচার্য্য। চলচ্চিত্রটিতে অভিনয় করেছিলেন সঞ্জীব কুমার, তনুজা, দীনেশ ঠাকুর এবং এ. কে. হাঙ্গাল। এই চলচ্চিত্রটি ছিলো বসু ভট্টাচার্যের শহুরে গল্পমূলক প্রথম চলচ্চিত্র, এর পরে তিনি "আবিষ্কার" (১৯৭৩) এবং "গৃহ প্রবেশ" (১৯৭৯) চলচ্চিত্র তৈরি করেছিলেন; অনুভব চলচ্চিত্রটির জন্য বসু জাতীয় চলচ্চিত্র পুরস্কারে খ্যাতি অর্জন করতে পেরেছিলেন, চলচ্চিতটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারের দ্বিতীয় সেরা বিষয়শ্রেণীতে চলচ্চিত্রটি পুরস্কার পেয়েছিলো ১৯৭২ সালে।[১] চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালনা করেছিলেন কানু রায়, গীতা দত্তের গাওয়া গান মেরি জান মুঝে জান না কাহো, কোই চুপকে সে আকে এবং মেরা দিল জো মেরা হোতা জনপ্রিয়তা পেয়েছিলো, গানের কথা লিখেছিলেন গুলজার, তিনিও প্রশংসিত হয়েছিলেন।[২]
গানের শিরোনাম | গায়ক-গায়িকা |
---|---|
"কোই চুপকে সে আকে" | গীতা দত্ত |
"মেরা দিল জো মেরা হোতা" | গীতা দত্ত |
"মুঝে জান না কাহো মেরি জান"[৩] | গীতা দত্ত |
"ফির কাহিঁ কোই ফুল খিলা" | মান্না দে |
"সেদিন দুজনে দুলেছিনু বনে (রবীন্দ্র সঙ্গীত)" | সুবীর সেন |