অনুরাধা কোইরালা | |
---|---|
বাগমতী প্রদেশের প্রথম গভর্নর | |
কাজের মেয়াদ ১৯ জানুয়ারি ২০১৮[১] – ৩ নভেম্বর ২০১৯ | |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ১৪ এপ্রিল ১৯৪৯ |
জাতীয়তা | নেপালি |
রাজনৈতিক দল | নেপালি কংগ্রেস |
দাম্পত্য সঙ্গী | দীনেশ প্রসাদ কোইরালা (প্রাক্তন) |
সন্তান | মনীশ কোইরালা |
পিতামাতা | কর্নেল প্রতাপ সিংহ গুরুং এবং লক্ষ্মী দেবী গুরুং |
পেশা | সমাজকর্মী |
অনুরাধা কোইরালা (জন্ম ১৪ এপ্রিল ১৯৪৯) হলেন একজন নেপালি সমাজকর্মী এবং “মৈতি নেপাল” নামক একটি অলাভজনক সংস্থার প্রতিষ্ঠাতা। সংস্থাটি যৌনদাসত্ব ও পাচারের শিকার নির্যাতিত নারীদের নিয়ে কাজ করে থাকে।[২] ২০১৮ সালের ১৭ জুন নেপাল সরকার তাকে বাগমতী প্রদেশের ১ম গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছিল। তিনি ২০১৯ সালের ২৩শে নভেম্বর পর্যন্ত এই পদে অধিষ্ঠিত ছিলেন।
ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে তাকে সিএনএন হিরোস অ্যাওয়ার্ড ২০১০ প্রদান হয়েছিল। মঞ্চে ডেমি মুর এবং অ্যাশটন কুচার তাকে পরিচয় করিয়ে দিয়েছিলেন।[৩][৪]
২০১৪ সালে তিনি মাদার তেরেসা পুরস্কারও পেয়েছিলেন।[৫][৬]