অবিচার থেকে আইনের উদ্ভব হয় না (লাতিন: Ex injuria jus non oritur এক্স ইনিউরিয়া নোন ওরিতুর) আন্তর্জাতিক আইনের একটি মূলনীতি।[১] এই নীতিবাক্যটি দিয়ে পরোক্ষভাবে বোঝানো হয় যে বেআইনি কাজকর্ম থেকে আইনের সৃষ্টি হয় না।[২] এর প্রতিদ্বন্দ্বী মূলনীতিটি হল বাস্তবতা থেকে আইনের উদ্ভব হয় (ex factis jus oritur, এক্স ফাক্তিস ইউস ওরিতুর), যে মূলনীতি অনুযায়ী বাস্তবের অবিসংবাদিত ঘটনাগুলির পরিণাম থেকে আইনের সৃষ্টি হতে পারে।[৩]
আন্তর্জাতিক আইন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |