অসম রত্ন |
---|
ধরন | বেসামরিক |
---|
সর্বশেষ পুরস্কৃত | ২০১৫ |
---|
অসম রত্ন (অসমীয়া: অসম ৰত্ন) আসামের সৰ্বোচ্চ বেসামরিক সম্মাননা৷ সাহিত্য, কলা, বিজ্ঞান, সমাজসেবা ইত্যাদি ক্ষেত্ৰে বিশিষ্ট সেবাপ্রদানকারী ব্যক্তিদের এই সম্মান প্ৰদান করা হয়৷ আসামের জাতীয় জীবনের সৃষ্টিধৰ্মী, বিকাশমুখী চেতনার সাথে নিজেকে নিবিড়ভাবে জড়িত করা নিজ নিজ কৰ্ম দক্ষতার প্ৰভূত অবদানের মাধ্যমে ব্যক্তি সাধনালব্ধ প্ৰচেষ্টার স্বীকৃতি স্বরুপ আসাম সরকার ২০০৯ সাল থেকে অসম রত্ন পুরস্কার প্রবৰ্তন করেছে। এই পুরস্কারের মধ্যে রয়েছে একটি পরিধানের বস্ত্ৰবিশেষ, এটি স্মৃতি চিহ্ন এবং নগদ তিন লাখ টাকা। ২০০৯ সালের জন্য ডঃ ভূপেন হাজারিকা প্ৰথমবার এই পুরস্কার লাভ করেন। বর্তমান সময়ের বিশিষ্ট অসমীয়া বিজ্ঞানী ডঃ জিতেন্দ্রনাথ গোস্বামী ২০১৫ সালের জন্য এই পুরস্কার লাভ করেন।
অসমের প্রসিদ্ধ ব্যক্তি |
---|
আধ্যাত্মিক | |
---|
ইতিহাস | |
---|
গণনায়ক | |
---|
সাহিত্যিক | |
---|
ভাষাবিদ | |
---|
সমাজ সেবক | |
---|
কণ্ঠশিল্পী | |
---|
নাট্যকার | |
---|
অভিনয় শিল্পী | |
---|
চলচ্চিত্র নির্মাতা নির্দেশক | |
---|
খেলোয়াড় | |
---|
শিক্ষাবিদ | |
---|
প্রকৃতিবিদ | |
---|
বিজ্ঞানী | |
---|
স্বাধীনতা সংগ্রামী | |
---|