অ্যাঙ্গোলার গণমুক্তি আন্দোলন

অ্যাঙ্গোলার গনমুক্তিআন্দোলন - শ্রম পার্টি (পর্তুগিজ:Movimento Popular de Libertação de Angola - Partido do Trabalho) অ্যাঙ্গোলার একটি রাজনৈতিক দল। এই দলটি ১৯৫৬ সালে প্রতিষ্ঠিত হয়।[] দলটি EME নামক পত্রিকা প্রকাশ করে থাকে। দলটির তরুণ সংগঠন হল Juventude do Movimento Popular da Libertação de Angola।

১৯৯২ সালের রাষ্ট্রপতি নির্বাচনে দলটির প্রার্থী জোসে এদুয়ার্দু দশ সাঁন্তুশ (José Eduardo dos Santos) ১ ৯৫৩ ৩৩৫ ভোট (৪৯.৫৭%) পেয়ে জয়লাভ করেন। ১৯৯২ সালের সংসদীয় নির্বাচনে দলটি ২ ১২৪ ১২৬ ভোট পেয়েছিল (৫৩.৭৪%, ১২৯টি আসন)। দলটি সোশালিস্ট ইন্টারন্যাশনাল নামক সমাজবাদী আন্তর্জাতিক সংগঠনের সাথে জড়িত।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Popular Movement for the Liberation of Angola | MPLA, UNITA, Facts, & History | Britannica"www.britannica.com (ইংরেজি ভাষায়)। ২০২৩-১২-১৭। সংগ্রহের তারিখ ২০২৪-০২-০৫ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]