অ্যাপল টিভি

অ্যাপল টিভি
অ্যাপল টিভি ৪কে
উন্নয়নকারীঅ্যাপল ইনকর্পোরেটেড
প্রস্তুতকারকঅ্যাপল ইনকর্পোরেটেড
ফক্সকন (চুক্তির অধীনে)
পেগাট্রব (চুক্তির অধীনে)
ধরনসেট-টপ বক্স মাইক্রোকনসোল
মুক্তির তারিখ
  • ১ম: ৯ জানুয়ারি ২০০৭; ১৭ বছর আগে (2007-01-09)
  • ২য়: ১ সেপ্টেম্বর ২০১০; ১৪ বছর আগে (2010-09-01)
  • ৩য়: ৭ মার্চ ২০১২; ১২ বছর আগে (2012-03-07)
  • ৪র্থ রেভ এ: ২৮ জানুয়ারি ২০১৩; ১১ বছর আগে (2013-01-28)
  • ৪র্থ: ২৯ অক্টোবর ২০১৫; ৯ বছর আগে (2015-10-29)
  • ৫ম (৪কে): ২২ সেপ্টেম্বর ২০১৭; ৭ বছর আগে (2017-09-22)
প্রাথমিক মূল্য
  • US$ ২৯৯.০০ (১ম প্রজন্ম)[]
    US$ ৯৯.০০ (২য় ও ৩য় প্রজন্ম)[]
    US$ ১৪৯.০০ (৩২ জিবি ৪র্থ প্রজন্ম) / US$ ১৭৯.০০ (৩২ জিবি ৫ম প্রজন্ম) / US$ ১৯৯.০০ (৬৪ জিবি ৪র্থ ও ৫ম প্রজন্ম)[]
সিপিইউ
  • ১ম: ইনটেল পেন্টিয়াম এম
  • ২য়: অ্যাপল এ৪
  • ৩য় ও ৩য় রেভ এ: অ্যাপল এ৫
  • ৪র্থ: অ্যাপল এ৮ ১.৫ গিগাহার্জ
  • ৫ম (৪কে): অ্যাপল এ১০এক্স ফিউশন
স্মৃতি
ইনপুট
  • অ্যাপল ম্যাজিক কীবোর্ড
  • অ্যাপল ওয়্যারলেস কীবোর্ড (ব্লুটুথ কীবোর্ড)
  • অ্যাপল রিমোট
  • অ্যাপল সিরি রিমোট (৪র্থ প্রজন্ম থেকে)
  • ব্লুটিথ ওয়্যারলেস গেমিং কন্ট্রোলারস
  • আইফোন (রিমোট এপ দিয়ে)
  • আইপড টাচ(রিমোট এপ দিয়ে)
  • আইপ্যাড (রিমোট এপ দিয়ে)
ওজন১ম: ১.০৯ কেজি
২য়, ৩য়, ও ৩য় রেভ এ: ০.২৭ কেজি
৪র্থ ও ৫ম (৪কে):৪২৫ গ্রাম)
ওয়েবসাইটwww.apple.com/tv/

অ্যাপল টিভি (ইংরেজি: Apple TV) অ্যাপল ইনকর্পোরেটেড ডেভলপকৃত ও বিক্রিত ডিজিটাল মিডিয়া প্লেয়ার এবং মাইক্রোকনসোল। এটি একটি ছোট নেটওয়ার্ক এপলায়েন্স এবং বিনোদনকারী যন্ত্র যেটি একাধিক উৎস থেকে ডিজিটাল ডাটা গ্রহণ ও একটি উপযুক্ত টিভিত স্ট্রিম করতে পারে।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Apple TV"Apple Store। জানুয়ারি ১৪, ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  2. LLC, Kyle Media। "Differences Between Apple TV 2 and Apple TV 3: EveryMac.com"everymac.com। সংগ্রহের তারিখ ২০১৮-০৮-১৮ 
  3. "Apple TV - Tech Specs - Apple"Apple। সংগ্রহের তারিখ নভেম্বর ৪, ২০১৫