![]() ২০০৪ সালের প্রদর্শনী খেলায় অ্যাবি ওয়ামব্যাচ | ||||||||||||||||||||||||||||||||
ব্যক্তিগত তথ্য | ||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | মেরি আবিগেইল "অ্যাবি" ওয়ামব্যাচ | |||||||||||||||||||||||||||||||
জন্ম | জুন ২, ১৯৮০ | |||||||||||||||||||||||||||||||
জন্ম স্থান | রোচেস্টার, নিউইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র | |||||||||||||||||||||||||||||||
উচ্চতা | ৫ ফু ১১ ইঞ্চি (১.৮০ মি) | |||||||||||||||||||||||||||||||
মাঠে অবস্থান | ফরোয়ার্ড | |||||||||||||||||||||||||||||||
ক্লাবের তথ্য | ||||||||||||||||||||||||||||||||
বর্তমান দল | ওয়েস্টার্ন নিউইয়র্ক ফ্ল্যাশ | |||||||||||||||||||||||||||||||
জার্সি নম্বর | ২০ | |||||||||||||||||||||||||||||||
যুব পর্যায় | ||||||||||||||||||||||||||||||||
১৯৯৪-১৯৯৮ | আওয়ার লেডি অব মার্সি হাই স্কুল | |||||||||||||||||||||||||||||||
১৯৯৫-১৯৯৭ | রোচেস্টার স্পিরিট | |||||||||||||||||||||||||||||||
১৯৯৮-২০০১ | ফ্লোরিডা বিশ্ববিদ্যালয় | |||||||||||||||||||||||||||||||
জ্যেষ্ঠ পর্যায়* | ||||||||||||||||||||||||||||||||
বছর | দল | ম্যাচ | (গোল) | |||||||||||||||||||||||||||||
২০০২-২০০৩ | ওয়াশিংটন ফ্রিডম | 36 | (23) | |||||||||||||||||||||||||||||
২০০৯-২০১০ | ওয়াশিংটন ফ্রিডম | 39 | (21) | |||||||||||||||||||||||||||||
২০১১ | ম্যাজিকজ্যাক | 11 | (9) | |||||||||||||||||||||||||||||
২০১৩- | ওয়েস্টার্ন নিউইয়র্ক ফ্ল্যাশ | 7 | (6) | |||||||||||||||||||||||||||||
জাতীয় দল‡ | ||||||||||||||||||||||||||||||||
২০০৩– | মার্কিন যুক্তরাষ্ট্র | 207 | (160) | |||||||||||||||||||||||||||||
পরিচালিত দল | ||||||||||||||||||||||||||||||||
2011 | ম্যাজিকজ্যাক (খেলোয়াড়-কোচ) | |||||||||||||||||||||||||||||||
অর্জন ও সম্মাননা
| ||||||||||||||||||||||||||||||||
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ৯ জুন, ২০১৩ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ২০ জুন, ২০১৩ তারিখ অনুযায়ী সঠিক। |
মেরি আবিগেইল "অ্যাবি" ওয়ামব্যাচ (ইংরেজি: Mary Abigail "Abby" Wambach; জন্ম: ২ জুন, ১৯৮০) যুক্তরাষ্ট্রের পেশাদার প্রমীলা ফুটবল খেলোয়াড়। দুইবারের অলিম্পিক স্বর্ণপদক বিজয়ী ওয়ামব্যাচ বর্তমানে ঘরোয়া ওয়েস্টার্ন নিউইয়র্ক ফ্ল্যাশ এবং আন্তর্জাতিক অঙ্গণে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ হয়ে খেলছেন। এছাড়াও, তিনি ২০১২ সালের ফিফা বর্ষসেরা প্রমীলা ফুটবলারের মর্যাদা পেয়েছেন। ২০১৩ সাল পর্যন্ত ফুটবলের ইতিহাসে পুরুষ কিংবা নারী, যে-কোন ফুটবলারের চেয়ে সবচেয়ে বেশি আন্তর্জাতিক গোলের বিশ্বরেকর্ডের অধিকারী মিয়া হ্যামকে[১] পিছনে ফেলে ১৬০টি গোল করে নিজের দখলে রেখেছেন। পুরুষদের ক্ষেত্রে সর্বোচ্চ গোলের বর্তমান রেকর্ড রয়েছে ইরানের আলী দাইয়ী’র ১০৯ গোল।
নিউইয়র্কের পিটসফোর্ড এলাকার পিট ও জুডি ওয়ামব্যাচ দম্পতির সাত সন্তানের সর্বকনিষ্ঠ সন্তান অ্যাবি ওয়ামব্যাচ।[২][৩] মাত্র চার বছর বয়সে ফুটবল খেলতে শুরু করেন তিনি। তার প্রথম যুব ফুটবল লীগে মাত্র ৩ খেলায় ২৭ গোল করেন। এরফলে তাকে বালিকাদের দল ত্যাগ করে বালকদের দলে স্থানান্তরিত করা হয়।[৪]
পূর্বসূরী মিয়া হ্যাম |
সর্বাধিক গোলের অধিকারী প্রমীলা ফুটবলার ২০১৩- |
উত্তরসূরী নির্ধারিত হয়নি |
টেমপ্লেট:Western New York Flash squad টেমপ্লেট:University of Florida Athletic Hall of Fame