ব্যক্তিগত তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | ডোনাল্ড রেবার্ন অ্যালজার্নন গের্স | |||||||||||||||||||||||||||||||||||||||
জন্ম | ২৯ নভেম্বর, ১৮৮০ পোর্ট ভিক্টর, দক্ষিণ অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া | |||||||||||||||||||||||||||||||||||||||
মৃত্যু | ২৫ জুন, ১৯৫৩ (৭২ বছর) কিংস পার্ক, অ্যাডিলেড, দক্ষিণ অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া | |||||||||||||||||||||||||||||||||||||||
ব্যাটিংয়ের ধরন | ডানহাতি | |||||||||||||||||||||||||||||||||||||||
বোলিংয়ের ধরন | লেগ ব্রেক | |||||||||||||||||||||||||||||||||||||||
ভূমিকা | উইকেট-রক্ষক | |||||||||||||||||||||||||||||||||||||||
আন্তর্জাতিক তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||
জাতীয় দল |
| |||||||||||||||||||||||||||||||||||||||
টেস্ট অভিষেক (ক্যাপ ৮৭) | ৫ মার্চ ১৯০৪ বনাম ইংল্যান্ড | |||||||||||||||||||||||||||||||||||||||
শেষ টেস্ট | ১৭ ফেব্রুয়ারি ১৯১১ বনাম দক্ষিণ আফ্রিকা | |||||||||||||||||||||||||||||||||||||||
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ২৬ নভেম্বর ২০১৯ |
ডোনাল্ড রেবার্ন অ্যালজার্নন গের্স (ইংরেজি: Algy Gehrs; জন্ম: ২৯ নভেম্বর, ১৮৮০ - মৃত্যু: ২৫ জুন, ১৯৫৩) দক্ষিণ অস্ট্রেলিয়ার পোর্ট ভিক্টর এলাকায় জন্মগ্রহণকারী অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেটার ও অস্ট্রেলীয় রুলস ফুটবলার ছিলেন। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯০৪ থেকে ১৯১১ সময়কালে অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।
ঘরোয়া প্রথম-শ্রেণীর অস্ট্রেলীয় ক্রিকেটে সাউথ অস্ট্রেলিয়া দলের প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ উইকেট-রক্ষক হিসেবে খেলতেন। ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি লেগ ব্রেক বোলিংয়ে পারদর্শী ছিলেন অ্যালজি গের্স।
১৯০২-০৩ মৌসুম থেকে ১৯২০-২১ মৌসুম পর্যন্ত অ্যালজি গের্সের প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান ছিল।
সমগ্র খেলোয়াড়ী জীবনে ছয়টিমাত্র টেস্টে অংশগ্রহণ করেছেন অ্যালজি গের্স। ৫ মার্চ, ১৯০৪ তারিখে মেলবোর্নে সফরকারী ইংল্যান্ড দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। ১৭ ফেব্রুয়ারি, ১৯১১ তারিখে একই মাঠে সফরকারী দক্ষিণ আফ্রিকা দলের বিপক্ষে সর্বশেষ টেস্টে অংশ নেন তিনি।
ক্রিকেট খেলার পাশাপাশি অস্ট্রেলীয় রুলস ফুটবলে দক্ষ ছিলেন। সাউথ অ্যাডিলেড ও নর্থ অ্যাডিলেড ফুটবল ক্লাবের পক্ষে খেলেছেন। দীর্ঘদেহী, লিকলিকে গড়নের ও দৌঁড়ে পারদর্শী হিসেবে অ্যালজি গের্স সাউথ অ্যাডিলেডের পক্ষে ১৯০২ সালে ১৩টি খেলায় অংশ নিয়েছেন। ১৯০৮ সালে নর্থ অ্যাডিলেডের পক্ষে সাত খেলায় অংশ নেন।[১]
২৫ জুন, ১৯৫৩ তারিখে দক্ষিণ অস্ট্রেলিয়ার কিংস পার্ক এলাকায় ৭৩ বছর বয়সে অ্যালজি গের্সের দেহাবসান ঘটে।