অ্যালান নট

অ্যালান নট
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
অ্যালান ফিলিপ এরিক নট
জন্ম (1946-04-09) ৯ এপ্রিল ১৯৪৬ (বয়স ৭৮)
বেলভেদেরে, কেন্ট, ইংল্যান্ড
ডাকনামনটি, ফ্লিয়া
উচ্চতা৫ ফুট ৮ ইঞ্চি (১.৭৩ মিটার)
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি অফ স্পিন
ভূমিকাউইকেট-রক্ষক-ব্যাটসম্যান, অধিনায়ক
সম্পর্কজেমস নট (পুত্র)
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ৪৩৭)
১০ আগস্ট ১৯৬৭ বনাম পাকিস্তান
শেষ টেস্ট১ সেপ্টেম্বর ১৯৮১ বনাম অস্ট্রেলিয়া
ওডিআই অভিষেক
(ক্যাপ )
৫ জানুয়ারি ১৯৭১ বনাম অস্ট্রেলিয়া
শেষ ওডিআই৬ জুন ১৯৭৭ বনাম অস্ট্রেলিয়া
ঘরোয়া দলের তথ্য
বছরদল
১৯৬৪ - ১৯৮৫কেন্ট
১৯৬৫ - ১৯৭৭এমসিসি
১৯৬৯ - ১৯৭০তাসমানিয়ান টাইগার্স
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ওডিআই এফসি এলএ
ম্যাচ সংখ্যা ৯৫ ২০ ৫১১ ৩১৭
রানের সংখ্যা ৪৩৮৯ ২০০ ১৮১০৫ ৩২৬০
ব্যাটিং গড় ৩২.৭৫ ২০.০০ ২৯.৬৩ ১৬.১৩
১০০/৫০ ৫/৩০ ০/১ ১৭/৯৭ ০/৬
সর্বোচ্চ রান ১৩৫ ৫০ ১৫৬ ৬৫
বল করেছে ১০৪
উইকেট
বোলিং গড় ৪৩.৫০
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট - -
সেরা বোলিং ১/৫
ক্যাচ/স্ট্যাম্পিং ২৫০/১৯ ১৫/১ ১২১১/১৩৩ ৩৪৩/৫৪
উৎস: ক্রিকইনফো, ২১ আগস্ট ২০১৭

অ্যালান ফিলিপ এরিক নট (ইংরেজি: Alan Knott; জন্ম: ৯ এপ্রিল, ১৯৪৬) কেন্টের বেলভেদেরে এলাকায় জন্মগ্রহণকারী সাবেক বিখ্যাত ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেট তারকা।[] ১৯৬৭ থেকে ১৯৮১ সালের মধ্যে ইংল্যান্ডের টেস্ট দলে খেলেছেন। খেলার নিষ্প্রাণ মুহুর্তে শরীরচর্চা করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন। ব্যাটসম্যান হিসেবে সুইপকাটের দিকেই তার অধিক ঝোঁক ছিল।

ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে অফ স্পিন বোলিংয়ে দক্ষ ছিলেন তিনি। ইংল্যান্ড ক্রিকেট দলে তিনি মূলতঃ উইকেট-রক্ষক-ব্যাটসম্যান হিসেবে খেলেছেন। কাউন্টি ক্রিকেটে কেন্টের প্রতিনিধিত্ব করেন ‘নটি’ ডাকনামে পরিচিত অ্যালান নট

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

নর্দাম্বারল্যান্ড হিথ সেকেন্ডারি মডার্ন স্কুলে অধ্যয়ন করেন তিনি। পিতার উৎসাহে ১৯৬৪ সালে ১৮ বছর বয়সে কেন্টের পক্ষে অভিষেক ঘটে তার। এরফলে তিনি কেন্টে দীর্ঘদিনব্যাপী উইকেট-রক্ষক ও ব্যাটসম্যান হিসেবে দায়িত্ব পালন করার গৌরব অর্জন করেন।

বর্তমানে তিনি সাইপ্রাসে বসবাস করছেন।[][] তার সন্তান জেমস নট সারে ক্রিকেট ক্লাবের পক্ষে প্রথম-শ্রেণীর ক্রিকেট এবং কেমব্রিজশায়ারবেডফোর্ডশায়ারের পক্ষে মাইনর কাউন্টিজ ক্রিকেটে অংশ নিয়েছেন।[]

খেলোয়াড়ী জীবন

[সম্পাদনা]

২১ বছর বয়সে টেস্ট ক্যাপ লাভ করেন। ১৯৬৭ সালে ট্রেন্ট ব্রিজে অনুষ্ঠিত সফরকারী পাকিস্তানের বিপক্ষে তার টেস্ট অভিষেক হয়। কিন্তু ৮ নম্বরে ব্যাটিংয়ে নেমে তিনি শূন্য রানে আউট হন। তবে উইকেট-রক্ষক হিসেবে তিনি কোন বাই রান দেননি। দ্বিতীয় টেস্টে ২৮ রান করলেও দল থেকে বাদ পড়েন। এরপর ১৯৬৭-৬৮ মৌসুমে জিম পার্কসের পরিবর্তে ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য মনোনীত হন। সিরিজের চতুর্থ ও পঞ্চম টেস্টে তিনি নিজেকে মেলে ধরেন। চতুর্থ টেস্টে তিনি তার প্রথম অপরাজিত অর্ধ-শতক ৬৯* করেন।

সম্মাননা

[সম্পাদনা]

১৯৬৫ সালে বর্ষসেরা ক্রিকেট রাইটার্স ক্লাব ইয়ং ক্রিকেটারের হিসেবে নির্বাচিত হন। ১৯৭০ সালে উইজডেন কর্তৃক বর্ষসেরা ক্রিকেটার হিসেবে নির্বাচিত হন।[] ২০০৩ সালে ‘উইজডেন সর্বকালের বিশ্ব টেস্ট একাদশে’ তাকেও মনোনীত করা হয়।[] অক্টোবর, ২০০৪ সালে উইজডেন ক্রিকেটার সাময়িকীর ইংল্যান্ডের বিশ্বযুদ্ধ-পরবর্তী সেরা একাদশের উইকেট-রক্ষক নির্বাচনে ২৫ জনের মধ্যে ২০জনই তার পক্ষে অবস্থান নেন। এছাড়াও, ৬ সেপ্টেম্বর, ২০০৯ তারিখে আইসিসি ক্রিকেট হল অব ফেমে তাকে অন্তর্ভুক্ত করা হয়।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Alan Knott | England Cricket | Cricket Players and Officials | ESPN Cricinfo"। Cricinfo.com। সংগ্রহের তারিখ ২০১৫-০৪-২৭ 
  2. Cricinfo – The stumpy stopper
  3. How to become No1 again; and
    Devon Loch revisited | The Spin | Guardian Unlimited Sport
  4. "Best and worst Alan Knott"The Times। London। ২৮ জুন ২০০৯। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০১০ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  5. "Wisden Cricketers of the Year"। CricketArchive। সংগ্রহের তারিখ ২০০৯-০২-২১ 
  6. "BBC Sport - WG Grace and Shane Warne in Wisden all-time World Test XI"। Bbc.co.uk। ২০১৩-১০-২৩। সংগ্রহের তারিখ ২০১৫-০৪-২৭ 
  7. "Headley and Knott enter Cricket's Hall of Fame"। ৩ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০১৫ 

আরও দেখুন

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]
পূর্বসূরী
জন এডরিচ
ইংল্যান্ডের ওডিআই অধিনায়ক
১৯৭৬
উত্তরসূরী
টনি গ্রেগ