অ্যালোট্রা ডুবুরি Alaotra grebe | |
---|---|
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ: | Animalia |
পর্ব: | কর্ডাটা |
শ্রেণী: | পক্ষী |
বর্গ: | Podicipediformes |
পরিবার: | Podicipedidae |
গণ: | Tachybaptus |
প্রজাতি: | † T. rufolavatus |
দ্বিপদী নাম | |
Tachybaptus rufolavatus (Delacour, 1932) | |
Alaotra grebe range |
অ্যালোট্রা ডুবুরি (ইংরেজি: Alaotra grebe বা Delacour's little grebe বা rusty grebe), (দ্বিপদ নাম: Tachybaptus rufolavatus), হচ্ছে একটি বিলুপ্ত পাখির প্রজাতি। এটি ছিল মাদাগাস্কার দ্বীপের অ্যালোট্রা হ্রদের স্থানীয় প্রজাতি ছিল।
এই ডুবুরি ছিল ২৫ সেমি (৯.৮ ইঞ্চি) লম্বা।[২] ছোট পাখার জন্য এদের উড়ার ক্ষমতা খুব সীমাবদ্ধ ছিল।[৩]
সবশেষ এই প্রজাতি ১৯৮৫ সালে দেখা গেছে (যেটি হতে পারে ছোট ডুবুরির সাথে হাইব্রিড) এবং এদেরকে ২০১০ সালে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।[৪][৫] এই প্রজাতির শুধু একটি আলোকচিত্র টিকে আছে।[৩][৫][৬]