আংরেজি মিডিয়াম | |
---|---|
পরিচালক | হোমি আদজানিয়া |
প্রযোজক | দিনেশ বিজন জ্যোতি দেশপান্ডে |
রচয়িতা | ভাবেশ মণ্ডলিয়া গৌরব শুক্লা বিনয় চাওয়াল সারা বদিনার |
শ্রেষ্ঠাংশে | ইরফান খান রাধিকা মদন কারিনা কাপুর খান দীপক ডোব্রিয়াল |
সুরকার | শচীন-জিগর তনিষ্ক বাগচী |
চিত্রগ্রাহক | অনিল মেহতা |
সম্পাদক | এ. শ্রীকর প্রসাদ |
প্রযোজনা কোম্পানি | ম্যাডক ফিল্মস লন্ডন কলিং প্রোডাকশন |
পরিবেশক | পেন স্টুডিওজ জিও স্টুডিওজ |
মুক্তি |
|
স্থিতিকাল | ১৪৫ মিনিট[১] |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
নির্মাণব্যয় | ₹৩৬ কোটি[২] |
আয় | প্রা. ₹১৩.৫৪ কোটি[৩] |
আংরেজি মিডিয়াম ২০২০ সালে মুক্তিপ্রাপ্ত একটি ভারতীয় হিন্দি চলচ্চিত্র, যেটি পরিচালনা করেছেন হোমি আদজানিয়া এবং প্রযোজনা করেছেন দিনেশ বিজন ও জ্যোতি দেশপান্ডে। এই চলচ্চিত্রটি ম্যাডক ফিল্মস এবং লন্ডন কলিং প্রোডাকশনের ব্যানারে নির্মিত হয়েছে। এই চলচ্চিত্রটি ২০১৭ সালের চলচ্চিত্র হিন্দি মিডিয়ামের সিকুয়েল। এই চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ইরফান খান, রাধিকা মদন এবং কারিনা কাপুর খান। এই চলচ্চিত্রে কাহিনী একটি ভারতীয় মেয়েকে ঘিরে, যে তার বাবার সাথে উচ্চশিক্ষার জন্য লন্ডনে যায়। এই চলচ্চিত্রটিতে কারিনা কাপুর খান লন্ডনের এক নারী পুলিশের চরিত্রে অভিনয় করেছেন।এই চলচ্চিত্রের মাধ্যমে তিনি তার ক্যারিয়ারে প্রথমবারের মত পুলিশের চরিত্রে অভিনয় করেছেন। ২০১৮ সালের জানুয়ারি মাসে এই চলচ্চিত্রটি নির্মাণের ঘোষণা দেওয়া হয়েছিল। ২০১৯ সালের ৫ই এপ্রিল তারিখে উদয়পুরে এই চলচ্চিত্রটির মূল চিত্রগ্রহণ শুরু হয়েছিল এবং অতঃপর লন্ডনে এর চিত্রগ্রহণ সম্পন্ন হয়েছিল।[৪][৫] এই চলচ্চিত্রটি ২০২০ সালের ১৩ই মার্চ তারিখে মুক্তি পেয়েছিল।
২০১৭ সালের জুন মাসে হিন্দি মিডিয়ামের সাফল্যের পর চলচ্চিত্রটির প্রযোজক দিনাশ বিজয় মিড ডে-কে এই চলচ্চিত্রটির সিকুয়েল নির্মাণের সম্ভাবনার কথা বলেছিলেন।[৬] ২০১৮ সালের ২৪শে জানুয়ারি তারিখে দিনেশ বিজয় চলচ্চিত্রটির সিকুয়েল নির্মাণের খবর টাইমস নাউকে নিশ্চিত করেছিলেন।[৭] ২০১৮ সালের ৩০শে মার্চ কারিনা কাপুর খান চলচ্চিত্রটিতে অভিনয়ের জন্য যুক্ত হয়েছেন বলে খবর বেরিয়েছিল এবং আরও জানানো হয়েছিল ২০১৯ সালের এপ্রিল মাস থেকে চলচ্চিত্রটির চিত্রগ্রহণ শুরু হবে।[৫][৮] ২০১৯ সালের ৬ই এপ্রিল তারিখে দীপক ডোব্রিয়াল ও মনু ঋষির চলচ্চিত্রটিতে অভিনয়ে যুক্ত হবার খবর প্রকাশিত হয়েছিল।[৯] ২০১৯ সালের ৫ই এপ্রিল তারিখে উদয়পুরে চলচ্চিত্রটির চিত্রগ্রহণ শুরু হয়েছিল।[১০]