হলুদ ড্রায়াড Yellow Dryad | |
---|---|
ডানা বন্ধ অবস্থায় | |
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ: | প্রাণীজগৎ |
পর্ব: | সন্ধিপদী |
শ্রেণী: | পতঙ্গ |
বর্গ: | লেপিডোপ্টেরা |
পরিবার: | Nymphalidae |
গণ: | Aemona |
প্রজাতি: | A. amathusia |
দ্বিপদী নাম | |
Aemona amathusia (Hewitson, 1867) |
হলুদ ড্রায়াড(বৈজ্ঞানিক নাম: Aemona amathusia (Hewitson)) প্রজাতি এশিয়ায় প্রাপ্ত নিমফ্যালিডি (Nymphalidae) গোত্র ও 'স্যাটিরিনি' (Satyrinae) উপ-গোত্রের অন্তর্ভুক্ত প্রজাপতি।[১][২]ভারতএ এই প্রজাতির অধীনে কোন উপ-প্রজাতি তালিকাভুক্ত নেই।[৩] এই প্রজাতি ভারতের বন্যপ্রাণ সংরক্ষণ আইন (Wild Life Protection Act, 1972) অনুসারে তফ্সিল ২ এর তালিকার অন্তর্ভুক্ত।
প্রসারিত অবস্থায় হলুদ ড্রায়াড এর ডানার আকার ৭৫-৯০ মিলিমিটার দৈর্ঘ্যের হয়।[২]
এই প্রজাতি ভারত এর (পশ্চিমবঙ্গ, সিকিম, অরুণাচল প্রদেশ)[৪], নেপাল, ভূটান এবং মায়ানমার[৫] এর বিভিন্ন অঞ্চলে দেখা যায়।[২][৬]