আউলি ক্রাভালিও | |
---|---|
জন্ম | [১] কোহালা, হাওয়াই, যুক্তরাষ্ট্র[১] | ২২ নভেম্বর ২০০০
জাতীয়তা | আমেরিকান |
পেশা | অভিনেত্রী, গায়িকা |
কর্মজীবন | ২০১৬–বর্তমান |
আউলি ক্রাভালিও (/aʊˈliː.i
আউলি ক্রাভালিও ২০০০ সালের ২২ নভেম্বর হাওয়াইয়ের কোহালাতে জন্মগ্রহণ করেন। তিনি চীনা, আইরিশ, স্থানীয় হাওয়াই, পর্তুগিজ এবং পুয়ের্তো রিকো বংশোদ্ভূত। তার চলচ্চিত্র কর্মজীবন শুরুর সময় তিনি তার মায়ের সাথে হাওয়াইয়ের মিলিলানিতে বসবাস করতেন এবং পাতালামার কেমেহামেলা স্কুলে হাই স্কুলের প্রথম বছরের শিক্ষার্থী ছিলেন।
ক্রাভালিও বলেন, তিনি প্রথমে "মোয়ানার অডিশনে যেতে চাননি। কারণ ইউটিউবে অনেকেই এই অডিশনের জন্য এতে দাখিল করেছিল।"[৬] যদিও এক অনুষ্ঠানে তার প্রতিভা দেখে একজন তাকে ওই চরিত্রের জন্য পরীক্ষা দেয়ার কথা বলে। দি ওয়াল্ট ডিজনি কোম্পানি জানায়, ক্রাভালিও ছিলেন একশত প্রতিযোগীর মধ্যে সর্বশেষ প্রার্থী।[৭] ফেব্রুয়ারি ২০১৭ সালে এক বিবৃতিতে জানানো হয়, তিনি ড্রামা হাই নামক নতুন চলচ্চিত্রের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। [৮]
বছর | শিরোনাম | চরিত্র | মন্তব্য |
---|---|---|---|
২০১৬ | মোয়ানা | মোয়ানা (কন্ঠ) | ইংরেজি ও হাওয়াইয়ান ভাষার সংস্করণ [৯] |
২০১৭ | মোয়ানা: গন ফিশিং | মোয়ানা (কন্ঠ) | সংক্ষিপ্ত চলচ্চিত্র |
২০১৮ | রাল্ফ ব্রেকস দ্য ইন্টারনেট | মোয়ানা (কন্ঠ) | খন্ডাংশ |
বছর | শিরোনাম | চরিত্র | মন্তব্য |
---|---|---|---|
২০১৮ | রাইজ | লিলিট সুয়ারেজ | প্রধান চরিত্র |
২০১৯ | উইয়ার্ড সিটি[১০] | রায়ানা পেরেজ | অতিথি |
বছর | শিরোনাম | চরিত্র | ভেন্যূ | মন্তব্য |
---|---|---|---|---|
২০১৮ | হেভ এ নাইস ডে[১১] | টিনেজ ডটার | মিনেটা লেন থিয়েটার | অফ-ব্রডওয়ে লাইভ রিডিং |
বছর | পুরস্কার | পুরস্কারের বিভাগ | মনোনীত কাজ | ফলাফল | তথ্যসূত্র |
---|---|---|---|---|---|
২০১৬ | অ্যানি পুরস্কার | অসাধারন অর্জন, অ্যানিমেশন চলচ্চিত্রে কন্ঠ শিল্পী | মোয়ানা | বিজয়ী | [১২] |
২০১৬ | অ্যালায়েন্স অব উইমেন ফিল্ম জার্নালিস্ট | সেরা অ্যানিমেটেড নারী | বিজয়ী | [১৩] | |
২০১৬ | ওয়াশিংটন ডিসি এরিয়া ফিল্ম ক্রিটিকস অ্যাসোসিয়েশন | সেরা কন্ঠ সঞ্চালন | মনোনীত | [১৪] | |
২০১৭ | কিডস চয়েস পুরস্কার | প্রিয় বন্ধু/শত্রু(ডোয়াইন জনসনের সঙ্গে) | মনোনীত | [১৫] | |
টিন চয়েস পুরস্কার | চয়েস ফ্যান্টাসি মুভি অভিনেত্রী | মনোনীত | [১৬] | ||
চয়েস ব্রেকথ্রু মুভি অভিনেত্রী | বিজয়ী | [১৭] |