আখতার মুহাম্মদ মনসুর ملا اختر محمد منصور | |
---|---|
তালেবানের ২য় সর্বাধিনায়ক | |
কাজের মেয়াদ ২৯ জুলাই ২০১৫ – ২১ মে ২০১৬ | |
পূর্বসূরী | মুহাম্মদ ওমর |
উত্তরসূরী | হিবাতুল্লাহ আখুন্দজাদা |
আফগানিস্তান ইসলামি আমিরাতের বেসামরিক বিমান চলাচল মন্ত্রী | |
কাজের মেয়াদ সেপ্টেম্বর ১৯৯৬ – ডিসেম্বর ২০০১ | |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ১৯৬৮[২] (অন্যমতে)[৩][৪][৫] কারিজ, ব্যান্ড তৈমুর, মেওয়ান্দ জেলা, কান্দাহার প্রদেশ, আফগানিস্তান |
মৃত্যু | ২১ মে ২০১৬ আহমদ ওয়াল, বেলুচিস্তান, পাকিস্তান |
মৃত্যুর কারণ | বিমান হামলা |
সমাধিস্থল | আফগানিস্তান |
প্রাক্তন শিক্ষার্থী | দারুল উলুম হাক্কানিয়া[৬] |
সামরিক পরিষেবা | |
আনুগত্য |
|
কাজের মেয়াদ | ১৯৮৫–১৯৯২ ১৯৯৫–২০১৬ |
পদ | সর্বোচ্চ কমান্ডার |
যুদ্ধ | সোভিয়েত–আফগান যুদ্ধ আফগান গৃহযুদ্ধ আফগানিস্তান যুদ্ধ (২০০১–বর্তমান) |
মোল্লা আখতার মুহাম্মদ মনসুর (/ˈɑːktɑːr
মনসুর ১৯৬০'র দশকের কোনো একটি কারিজ অথবা বান্দ-ই-তৈমুর (উৎস: আ.ই.আ.) নামের একটি গ্রামে, যার উভয়টিই দক্ষিণ আফগানিস্তানের কান্দাহার প্রদেশের মেওয়ান্দ জেলায় অবস্থিত, জন্মগ্রহণ করেন। তালেবানের আফগানিস্তান ইসলামী আমিরাতের ওয়েবসাইটে প্রকাশিত জীবনীতে তার জন্ম তারিখ হিসাবে সৌর হিজরি ক্যালেন্ডার অনুসারে ১৩৪৭ উল্লেখ করা হয়েছে, যা ১৯৬৮-এর সাথে মিলে যায়। জন্মের এই বছরটি পশ্চিম বিন্দুর সন্ত্রাসবাদ দমন কেন্দ্রের এস. মেহসুদ দ্বারা নিশ্চিত করা হয়েছে। আহমদ রশিদের মতে মনসুর আলিজাই গোত্রের ছিলেন, কিন্তু অন্যান্য কয়েকটি সূত্র দাবি করে যে তিনি ইসহাকজাই গোত্রের ছিলেন,[note ১] যাই হোক না কেন, আলিজাই এবং ইসহাকজাই উভয়েই পশতুন জাতির দুররানী গোষ্ঠী। মনসুর গ্রামের একটি মসজিদ মক্তবে ভর্তি হন এবং আনুমানিক সাত বছর বয়সে প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন (উৎস: আ.ই.আ.)।[২][৩][৪][৫][৬][৯][১০][১১][১২][১৩][১৪]
১৯৮৫ সালের কোন এক সময় তিনি আফগানিস্তানে সোভিয়েত আক্রমণের বিরুদ্ধে জিহাদি যুদ্ধে যোগ দেন। এই সম্পৃক্ততার মধ্যে ছিল মোহাম্মদ নবী মোহাম্মদী গ্রুপে তার অংশগ্রহণ। একই সময়ে মুহাম্মদ ওমর মোহাম্মদ নবী মোহাম্মাদীর একটি সংগঠনের কমান্ডার ছিলেন। মনসুর সোভিয়েত সামরিক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে (জিহাদে) অংশগ্রহণ করেন, তিনি মাইওয়ান্দ, সাং-ই-হেসার, জঙ্গাওয়াত এবং শহরের অন্যান্য অংশের মধ্যে এবং পাঞ্জওয়াই জেলার পশমুল এলাকায় যুদ্ধ শেষ হওয়ার আগ পর্যন্ত মোল্লা মুহাম্মদ হাসান আখন্দের নেতৃত্বে লড়াই করে যান। ১৯৮৭ সালে কান্দাহারের পাঞ্জাবি জেলার সাঞ্জারি এলাকায় অবস্থানকালে দৃশ্যত আহত হন তিনি (*আ.ই.আ. সূত্র অনুসারে ১৩টি পৃথক ক্ষত সহ্য করেন)। একজন বিশিষ্ট যোদ্ধা হিসাবে পরিচিত মনসুর ১৯৮৭ সালে মৌলভী ওবায়দুল্লাহ ইসহাকজাইর সংগঠনে যোগদান করেন কিন্তু পরে ইসহাকজাই নূর-উল হক উলুমির কাছে আত্মসমর্পণ করেন, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী। এরপরই তিনি পাকিস্তানের কোয়েটায় চলে যান।[৫][৯]
যুদ্ধ সমাপ্তির পর মনসুর বিভিন্ন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে তার শিক্ষকতা পুনরায় শুরু করেন এবং পরবর্তীতে পেশোয়ারে স্থানান্তরিত হন যেখানে তিনি জালোজাই শরণার্থী শিবিরে জামিয়া মোহাম্মদিয়ায় যোগদান করেন। তিনি দারুল উলুম হাক্কানিয়া মাদ্রাসার ছাত্র ছিলেন, যেখানে মুহাম্মদ ওমরও পড়াশোনা করেছিলেন। আফগান সাংবাদিক সামি ইউসুফজাই, যিনি সেই সময় তার সাথে দেখা করেছিলেন, এর মতে ১৯৯৪ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত পাকিস্তানের পেশোয়ারের কাছে আফগানদের জালোজাই শরণার্থী শিবিরে অবস্থিত মাদ্রাসায় পড়াকালীন সময়ে তিনি স্পষ্টতই একজন জনপ্রিয় ছাত্র ছিলেন।[৪][৫][১৪]
কান্দাহার বিমানবন্দর দখলের পর তাকে কান্দাহার বিমানবন্দরের মহাপরিচালক, অথবা অন্য সূত্রানুসারে কান্দাহার বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা হিসেবে নিযুক্ত করা হয়, যা কান্দাহারের বিমান বাহিনী এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা উভয়টিই প্রভাবিত করে। ১৯৯৬ সালে কাবুল দখল নেওয়ার পর মুহাম্মদ ওমর তাকে তালেবানের আফগানিস্তান ইসলামী আমিরাতের আরিয়ানা এয়ারলাইন্সের পরিচালক এবং আমিরাতের বিমান ও পর্যটন মন্ত্রী নিয়োগ করেন, এছাড়াও তার সাথে যৌথভাবে আমিরাতের বিমানবাহিনী এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার তত্বাবধায়ক হিসাবে কাজ করেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান হিসেবে তার অতিরিক্ত নিয়োগ করা হয়। উল্লেখ্য, মন্ত্রী থাকাকালীন মনসুর আফগানিস্তানে ২৪ ঘণ্টার ফ্লাইট পরিষেবা চালু করেছিলেন, যার ফলে মুসলমানদের বিমানে মক্কায় হজ্জ পালনের যাতায়াতের ব্যবস্থাপনা সুবিধা হয়। ১৯৯৬ সালে মনসুর পৃথক ব্যক্তি ফরিদ আহমেদকে আরিয়ানা এয়ারলাইন্সের স্টেশন ব্যবস্থাপক হিসাবে নিয়োগ দেন।[৯][১৫][১৬][১৭]
১৯৯৭ সালে তালেবানরা যখন উত্তরাঞ্চলীয় শহর মাজার-ই-শরিফ দখলের ব্যর্থ চেষ্টা করেছিল, তখন মনসুর একজন উজবেক যুদ্ধবাজের হাতে ধরা পড়েন। মুহাম্মদ ওমর তাকে সেখান থেকে মুক্ত করার আগে দুই মাস তিনি যুদ্ধ বন্দী হিসেবে সেখানে ছিলেন।[১৮]
১৯৯৮ সালে মনসুর জার্মানির ফ্রাঙ্কফুর্ট ও চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে ২৫ দিনের সফরকালে ইউরোপের অস্বীকৃত দূত মোল্লা নেক মুহাম্মদের সঙ্গে দেখা করেছিলেন:[১]
তিনি জার্মানিতে এসেছিলেন বিমানবন্দরের সরঞ্জামাদি, বিমানের যন্ত্রাংশ এবং তালেবান বিমানবাহিনীর সামরিক হেলিকপ্টার কিনতে
— এস. ইউসুফজাইকে বিবৃতি করেছেন মোল্লা নেক মুহাম্মদ
আখতার মনসুর ইন্ডিয়ান এয়ারলাইন্স ফ্লাইট ৮১৪ ছিনতাইয়ের পর, ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের প্রাক্তন কর্মকর্তা আনন্দ অরনি এক বিবৃতিতে জানিয়েছিলেন যে, মনসুর জইশ-ই-মুহাম্মদের তৎকালীন নেতা মাওলানা মাসউদ আজহারকে জড়িয়ে ধরতে দেখা গেছে।[১৯][২০]
২০০১ সালে তিনি সাধারণ ক্ষমার জন্য আফগান রাষ্ট্রপতি হামিদ কারজাইয়ের কাছে আত্মসমর্পণ করেন। তাকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছিল, যার ফলে তিনি তার নিজ জেলায় ফিরে আসেন। মার্কিন সৈন্য বাহিনী অবশ্য বিশ্বাস করতে অস্বীকার করে যে, তিনি এবং অন্যান্য জৈষ্ঠ্য তালেবান কমান্ডারগণ যুদ্ধ ছেড়ে দিয়েছেন, তাকে ধরার জন্য রাত্রিকালীন ধারাবাহিক অভিযান চালানো হয়, এরপর তিনি পাকিস্তানে পালিয়ে যান, যেখানে তিনি তালেবানকে একটি বিদ্রোহী সংগঠন হিসেবে রূপ দিতে সাহায্য করেন।[১৩]
মোল্লা মনসুর ২০০১ সালের কোন এক সময় থেকে ২০০৭ সালের মে মাস পর্যন্ত কান্দাহারের ছায়া গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন।[১৫][২১]
২০০৬ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার কর্তৃক পূর্বে গোপন রাষ্ট্রের সঙ্গে যোগাযোগের জন্য আখতার মনসুরকে তালেবানের ২৩তম সদস্য হিসেবে তালিকাভুক্ত করা হয়েছিল (মরহুম মুহাম্মদ ওমর প্রথম সদস্য হিসাবে)।[২২]
ফাঁস হওয়া একটি তথ্যানুযায়ী, মনসুর ২৪ আগস্ট ২০০৭ তারিখে অন্যান্য জৈষ্ঠ্য তালেবান কর্মকর্তাদের সাথে একটি গোপন বৈঠকে যোগ দিয়েছিলেন, যেখানে তিনি ও উপস্থিত অন্যান্য জৈষ্ঠ্য নেতারা কান্দাহার ও হেলমান্দ প্রদেশের বিভিন্ন এলাকায় সম্ভাব্য আত্মঘাতী বোমা হামলা ও বোমা হামলার বিষয়ে আলোচনা এবং সংগঠিত করতে, বিশেষ করে আহমদ ওয়ালী কারজাই ও হামিদ কারজাইকে হত্যার দিকে মনোনিবেশ করেন।[২৩]
২০০৭ সালে তালেবানের কাউন্সিল তাকে নবনিযুক্ত মোল্লা আবদুল গনি বারাদারের সহকারী হিসাবে নিয়োগ দেয়, ইন্ডিয়ান এক্সপ্রেস জানায় যে, ২০০৭ সালে কোয়েটায় অবস্থিত থাকাকালীন তালেবানের কোয়েটা শুরার (রাজনৈতিক, সামরিক ও বৈদেশিক সম্পর্ক বিষয়ক পরিষদ) জন্য আখতার মনসুরকে নিযুক্ত করা হয়েছিল। একটি সূত্র জানায়, ২০১০ সালে মনসুরকে মোহাম্মদ ওমরের সহকারী হিসাবে নিয়োগ দেওয়া হয়েছিল; অন্য একটি সূত্র বলেছে যে, ২০১০ সালে তিনি কিছু সময়ের জন্য মুহাম্মদ ওমরের পরে তালেবানের দ্বিতীয় জৈষ্ঠ্য সদস্য ছিলেন। একটি পরস্পরবিরোধী প্রতিবেদনে বলা হয়েছে যে, ২০১৩ সালে তৎকালীন সহকারী আবদুল গনি বারাদারকে গ্রেফতার হওয়ার পর, তার নিয়োগ করা হয়েছিল। একটি সূত্র দাবি করেছে যে, তালেবান পরিষদে নিয়োগপ্রাপ্ত হওয়ার পর কোনো একটি সময়ে পাক্তিয়ার খোস্তে ও পাক্তিকার মধ্যে পরিচালিত সামরিক ইউনিটগুলোর উপর আখতার মনসুরের "প্রত্যক্ষ প্রভাব" রয়েছে।[১৫][১৬][১৯][২৪][২৫]
...and they resent the power now wielded by the Alizai Pashtun tribe to which Mansoor belongs
|name-list-style=
উপেক্ষা করা হয়েছে (সাহায্য)