আছিয়া বেগম

আছিয়া বেগম
জন্ম (1952-11-13) ১৩ নভেম্বর ১৯৫২ (বয়স ৭২)[]
মৃত্যু৯ মার্চ ২০১৩(2013-03-09) (বয়স ৬০)[]
জাতীয়তাপাকিস্তানি
পেশাচলচ্চিত্র অভিনেত্রী
কর্মজীবন১৯৭০–১৯৯০[]
পুরস্কারনিগার পুরস্কার

আছিয়া বেগম (১২ নভেম্বর ১৯৫২ - ৯ মার্চ ২০১৩) পাকিস্তানি চলচ্চিত্র অভিনেত্রী যিনি আছিয়া নামে পরিচিত ছিল। ১৯৭০ থেকে ১৯৮০ সাল সক্রিয় ছিলেন। তিনি ১৯৫২ সালে পাঞ্জাব, ভারতে জন্মগ্রহণ করেন। তিনি ভারত থেকে পাকিস্তানে চলে এসেছিলেন। ক্যারিয়ার থেকে অবসর নেওয়ার পরে তিনি কানাডায় বসবাস করেছিলেন। সেখানে ২০১৩ সালের ৯ মার্চ ৬০ বছর বয়সে তিনি মারা যান। [][]

চলচ্চিত্রের তালিকা

[সম্পাদনা]
শিরোনাম বছর ভাষা
রেঞ্জিলে কর ১৯৭২ পাঞ্জাবি
নওকার ওহতি দা ১৯৭৪ পাঞ্জাবি
শরীফ বদমাশ ১৯৭৫ পাঞ্জাবি
চিত্রা তে শেরা ১৯৭৬ পাঞ্জাবি
রাঙ্গা ডাকু ১৯৭৮ পাঞ্জাবি
মওলা জট ১৯৭৯ পাঞ্জাবি
ওয়েহশী গুজ্জর ১৯৭৯ পাঞ্জাবি
বেহরাম ডাকু ১৯৮০ পাঞ্জাবি
আত্র পুত্র ১৯৮১ পাঞ্জাবি
শের খান ১৯৮১ পাঞ্জাবি
মেদান ১৯৮২ পাঞ্জাবি
ডেস পারডেস ১৯৮৩ পাঞ্জাবি
ইয়ে আদম ১৯৮৬ পাঞ্জাবি

১৯৭০ সালে তিনি পাকিস্তানি চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ করেছিলেন। [] তিনি ১৭৯ টিরও বেশি পাঞ্জাবি সিনেমাতে অভিনয় করেছিলেন। তিনি বেশ কয়েকটি উর্দু ও পাঞ্জাবি ছবিতে অভিনয় করেছিলেন। পাঞ্জাবি সুপার-হিট ছবি মওলা জট (১৯৭৯) এ 'মাখু'র অভিনব চরিত্রে অভিনয় করার পরে আসিয়া খ্যাতি অর্জন করেছিলেন। এই চলচ্চিত্রের ভূমিকা তাকে সত্যিকারের তারকা বানিয়েছিল কারণ এটি পাকিস্তানি পাঞ্জাবি ভাষার চলচ্চিত্রগুলিতে 'জাট্টি' এবং 'চৌধুরীানী' ধারণাটিকে নতুন সংজ্ঞা দিয়েছিল। চলচ্চিত্র অভিনেত্রী আঞ্জুমান বলেছিলেন যে সেই ছবিতে তার চরিত্রে অভিনয় করার পরে তিনি নিজেকে মডেল করেছেন। আছিয়া পাঞ্জাবের সরগোধা এবং ঝাং অঞ্চল থেকে লোকের উচ্চারণের উপর ভিত্তি করে মওলা জট (১৯৭৯) চলচ্চিত্রের জন্য তাঁর পাঞ্জাবি ভাষায় গ্রহণ করেছিলেন। []

পুরস্কার

[সম্পাদনা]

তিনি ১৯৭৭ সালে কানুন (পাঞ্জাবী চলচ্চিত্র) চলচ্চিত্রের সেরা অভিনেত্রী এবং ১৯৭৯ সালে আগ (উর্দু চলচ্চিত্র) চলচ্চিত্রের সেরা সহায়ক অভিনেত্রীর জন্য দুটি নিগার পুরস্কার জিতেছিলেন। []

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

তিনি করাচির এক ব্যবসায়ীকে বিয়ে করেছিলেন এবং তাদের চার সন্তান ছিল। []

মৃত্যু

[সম্পাদনা]

আশিয়া ১৯৮০ এর দশকের মাঝামাঝি সময়ে তার চলচ্চিত্র জীবনের অবসান ঘটিয়েছিলেন এবং স্বামী এবং চার সন্তানের সাথে কানাডায় বসবাস করেছিলেন। ফিল্ম ইন্ডাস্ট্রিটি ছেড়ে দেওয়ার পরে তিনি আর কখনও যোগ দেওয়ার চেষ্টা করেননি।যদিও তিনি আগা খান হাসপাতালে অসুস্থতার চিকিত্সার জন্য মারা যাওয়ার কয়েক বছর আগে করাচি ফিরে এসেছিলেন। ২০১৩ সালের ৯ই মার্চ, অঘোষিত কারণে মারা গেছেন। তিনি স্বামী ও চার সন্তান রেখে গেছেন। [][]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Film star Aasia is no more"। Dawn.com। ১০ মার্চ ২০১৩। সংগ্রহের তারিখ ৮ অক্টোবর ২০১৬ 
  2. INP। "Veteran Pakistani actress Aasia dies in Canada"The Nation newspaper। ৫ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ অক্টোবর ২০১৬ 
  3. Khan, Sher। "Transition: Aasia Begum passes away in Canada"। The Express Tribune newspaper। সংগ্রহের তারিখ ৮ অক্টোবর ২০১৬ 
  4. Actress Aasia's 2 Nigar Awards on janubaba.com website Retrieved 6 June 2019

বহিঃসংযোগ

[সম্পাদনা]