আথাবাস্কা জলপ্রপাত | |
---|---|
অবস্থান | জেসপার জাতীয় উদ্যান, জেসপার, কানাডা |
স্থানাঙ্ক | ৫২°৩৯′৫১″ উত্তর ১১৭°৫৩′০১″ পশ্চিম / ৫২.৬৬৪১৭° উত্তর ১১৭.৮৮৩৬১° পশ্চিম |
মোট উচ্চতা | ৭৫ ফুট (২৩ মিটার) |
ঝরার সংখ্যা | ১ |
মোট প্রস্থ | ৬০ ফুট (১৮ মিটার) |
জলপ্রবাহ | আথাবাস্কা নদী |
আথাবাস্কা জলপ্রপাত কানাডার আলবার্টা প্রদেশের জেসপার জাতীয় উদ্যানে আথাবাস্কা নদীর উর্ধ প্রবাহের অংশ। জলপ্রপাতটি জেসপার পৌর শহর হতে প্রায় ৩০ কিলোমিটার (১৯ মাইল) দক্ষিণে, আলবার্টার ৯৩ মহাসড়কের আইসফিল্ড পার্কওয়ের পশ্চিমে অবস্থিত। উচ্চতায় ছোট হলেও পরিমাণ ও ঘনত্বে বেশি জল পরিবহনের জন্য নয়নাভিরাম জলপ্রপাতটি সুপরিচিত।
আথাবাস্কা জলপ্রপাত উচ্চতায় ২৩ মিটার (৭৫ ফুট), প্রস্থে ৬০ ফুট (১৮ মিটার) কানাডার শ্রেনীবিভাগ অনুযায়ী এটি ৫ম শ্রেনীর জলপ্রপাত[১][২] উচ্চতায় কম হলেও আথাবাস্কা জলপ্রপাত শক্তিশালী ও বেশি পরিমাণে পানি পরিবহনের জন্য অধিক পরিচিত। শরৎ কালে আথাবাস্কা নদীর পানি স্তর নিচে নেমে গেলেও, এই জলপ্রপাতে পর্যাপ্ত পানি প্রবাহ থাকে।[৩] আথাবাস্কা নদী এই জলপ্রপাতের মাধ্যমে শক্ত কোয়ার্টজাইটের কয়েকটি স্তরের উপর দিয়ে ,নরম চুনাপাথরের ভিত্তির উপর পড়েছে। পতন পথে একটি সংক্ষিপ্ত ঝর্ণা এবং বেশ কয়েকটি গর্ত তৈরী হয়েছে।[৪]
আথাবাস্কা জলপ্রপাতের চারপাশে জলপ্রপাতটির নিরাপদ দর্শন, চিত্র গ্রহণ ও গমনের জন্য কয়েকটি মঞ্চ ও মেঠোপথ আছে। জলপ্রপাতটির ঠিক উত্তর-পূর্ব দিকে আলবার্টা ৯৩ মহাসড়ক হতে একটি গাড়ী পার্কিং-এর স্থান হতে সহজে যাতায়াত ও দর্শনযোগ্য। ৯৩এ সড়কটি জলপ্রপাতের কাছে আথাবাস্কা নদীর উপর দিয়ে উত্তর-পশ্চিমে চলে জেসপার শহরের দিকে গেছে। জলপ্রপাতটির নিম্নাংশ হতে আথাবাস্কা নদীপথে জেসপার শহরে যাওয়ার জন্য প্রায়ই পর্যটকরা 'র্যাফটিং' করে থাকেন।[১]