আনন্দ এল. রাই | |
---|---|
জন্ম | দিল্লি | ২৮ জুন ১৯৭১
জাতীয়তা | ভারতীয় |
পেশা | চলচ্চিত্র পরিচালক চলচ্চিত্র প্রযোজক |
কর্মজীবন | ২০০৭–বর্তমান |
আনন্দ এল. রাই (জন্ম ২৮ জুন ১৯৭১)[১] হলেন একজন ভারতীয় চলচ্চিত্র পরিচালক এবং প্রযোজক। তিনি বলিউড চলচ্চিত্র পরিচালনা ও প্রযোজনা করে থাকেন। তিনি প্রণয়ধর্মী হাস্যরাত্মক চলচ্চিত্র পরিচালনার জন্য সর্বাধিক পরিচিত। তিনি পরিচালনা করেছেন তনু ওয়েডস মনু (২০১১), রাঞ্ঝনা (২০১৩), তনু ওয়েডস মনু: রিটার্নস (২০১৫) এবং জিরো (২০১৮) এর মতো প্রণয়ধর্মী হাস্যরাত্মক চলচ্চিত্র। চলচ্চিত্র প্রযোজনা সংস্থা কালার ইয়েলো প্রোডাকশনের মালিক তিনি।
বছর | চলচ্চিত্র | পরিচালনা | প্রযোজনা |
---|---|---|---|
২০০৭ | স্ট্রেঞ্জারস | হ্যাঁ | |
২০০৮ | থোড়ি লাইফ থোড়ি ম্যাজিক | হ্যাঁ | |
২০১১ | তনু ওয়েডস মনু | হ্যাঁ | |
২০১৩ | রাঞ্ঝনা | হ্যাঁ | |
২০১৫ | তনু ওয়েডস মনু: রিটার্নস | হ্যাঁ | |
২০১৬ | নিল বাত্তে সন্নতা | হ্যাঁ | |
২০১৬ | হ্যাপি ফির জায়েগি | হ্যাঁ | |
২০১৭ | শুভ মঙ্গল সাবধান | হ্যাঁ | |
২০১৮ | মুক্কাবাজ | হ্যাঁ | |
২০১৮ | মেরি নিম্মো | হ্যাঁ | |
২০১৮ | হ্যাপি ফির ভাগ জায়েগি | হ্যাঁ | |
২০১৮ | মনমর্জিয়া | হ্যাঁ | |
২০১৮ | তুম্বাড | হ্যাঁ | |
২০১৮ | জিরো | হ্যাঁ | হ্যাঁ |
২০১৯ | লাল কাপ্তান | হ্যাঁ | |
২০২০ | শুভ মঙ্গল জ্যাদা সাবধান | হ্যাঁ | |
২০২১ | হাসীন দিলরুবা | হ্যাঁ | |
২০২১ | অতরঙ্গি রে | হ্যাঁ | হ্যাঁ |
২০২২ | গুড লাক জেরি | হ্যাঁ | |
২০২২ | রক্ষা বন্ধন | হ্যাঁ | হ্যাঁ |