আনন্দ এল. রাই

আনন্দ এল. রাই
২০১৮ সালে আনন্দ
জন্ম (1971-06-28) ২৮ জুন ১৯৭১ (বয়স ৫৩)
দিল্লি
জাতীয়তাভারতীয়
পেশাচলচ্চিত্র পরিচালক
চলচ্চিত্র প্রযোজক
কর্মজীবন২০০৭–বর্তমান

আনন্দ এল. রাই (জন্ম ২৮ জুন ১৯৭১)[] হলেন একজন ভারতীয় চলচ্চিত্র পরিচালক এবং প্রযোজক। তিনি বলিউড চলচ্চিত্র পরিচালনা ও প্রযোজনা করে থাকেন। তিনি প্রণয়ধর্মী হাস্যরাত্মক চলচ্চিত্র পরিচালনার জন্য সর্বাধিক পরিচিত। তিনি পরিচালনা করেছেন তনু ওয়েডস মনু (২০১১), রাঞ্ঝনা (২০১৩), তনু ওয়েডস মনু: রিটার্নস (২০১৫) এবং জিরো (২০১৮) এর মতো প্রণয়ধর্মী হাস্যরাত্মক চলচ্চিত্র। চলচ্চিত্র প্রযোজনা সংস্থা কালার ইয়েলো প্রোডাকশনের মালিক তিনি।

চলচ্চিত্রের তালিকা

[সম্পাদনা]
বছর চলচ্চিত্র পরিচালনা প্রযোজনা
২০০৭ স্ট্রেঞ্জারস হ্যাঁ
২০০৮ থোড়ি লাইফ থোড়ি ম্যাজিক হ্যাঁ
২০১১ তনু ওয়েডস মনু হ্যাঁ
২০১৩ রাঞ্ঝনা হ্যাঁ
২০১৫ তনু ওয়েডস মনু: রিটার্নস হ্যাঁ
২০১৬ নিল বাত্তে সন্নতা হ্যাঁ
২০১৬ হ্যাপি ফির জায়েগি হ্যাঁ
২০১৭ শুভ মঙ্গল সাবধান হ্যাঁ
২০১৮ মুক্কাবাজ হ্যাঁ
২০১৮ মেরি নিম্মো হ্যাঁ
২০১৮ হ্যাপি ফির ভাগ জায়েগি হ্যাঁ
২০১৮ মনমর্জিয়া হ্যাঁ
২০১৮ তুম্বাড হ্যাঁ
২০১৮ জিরো হ্যাঁ হ্যাঁ
২০১৯ লাল কাপ্তান হ্যাঁ
২০২০ শুভ মঙ্গল জ্যাদা সাবধান হ্যাঁ
২০২১ হাসীন দিলরুবা হ্যাঁ
২০২১ অতরঙ্গি রে হ্যাঁ হ্যাঁ
২০২২ গুড লাক জেরি হ্যাঁ
২০২২ রক্ষা বন্ধন হ্যাঁ হ্যাঁ

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Dhanush wishes Anand L Rai happy birthday"। twitter.com। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০১৪ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]