আন্ড্রেয়াস মোয়েলার

আন্ড্রেয়াস মোয়েলার
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম আন্ড্রেয়াস মোয়েলার
উচ্চতা ১.৮০ মিটার (৫ ফুট ১১ ইঞ্চি) []
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
১৯৮৫-১৯৮৭
১৯৮৮-১৯৯০
১৯৯০-১৯৯২
১৯৯২-১৯৯৪
১৯৯৪-২০০০
২০০০-২০০৩
২০০৩-২০০৪
Eintracht Frankfurt
বরুসিভা ডর্টমুন্ড
Eintracht Frankfurt
জুভেন্টাস
বরুসিভা ডর্টমুন্ড
শালকে ০৪
Eintracht Frankfurt
ক্যারিয়ার
0৩৫ 00(৫)
0৭৫ 0(২৪)
0৬৯ 0(২৮)
0৫৬ 0(১৯)
১৫৩ 0(৪৭)
0৮৬ 00(৬)
0১১ 00(০)
৪৮৫ (১২৯)
জাতীয় দল
১৯৮৮-১৯৯৯  জার্মানি 0৮৫ 0(২৯)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে

আন্ড্রেয়াস মোয়েলার (জন্ম সেপ্টেম্বর ২, ১৯৬৭, ফ্রাঙ্কফুর্ট) একজন সাবেক জার্মান ফুটবল মধ্যমাঠের খেলোয়াড়জার্মান জাতীয় ফুটবল দলের সাথে মোয়েলার ১৯৯০ সালের বিশ্বকাপ এবং ইউরো ৯৬ জেতেন।

ক্লাব পর্যায়ে তিনি আইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্ট দলে (১৯৮৫-৮৭, ১৯৯০-৯২, ২০০৩-০৪), বরুসিভা ডর্টমুন্ড দলে (১৯৮৮-৯০, ১৯৯৪-২০০০), জুভেন্টাস দলে (১৯৯২-৯৪), ও শালকে ০৪ দলে [] (২০০০-০৩) খেলেছেন। তিনি জুভেন্টসের হয়ে ১৯৯৩ সালে উয়েফা কাপ এবং বরুসিভা ডর্টমুন্ডের হয়ে ১৯৯৭ সালের চ্যাম্পিয়নস লীগ জেতেন। জার্মানীর হয়ে মোয়েলার ৮৫ ম্যাচ খেলেছেন ও ২৯ গোল করেছেন। ১৯৯৪ ও ১৯৯৮ সালের বিশ্বকাপেও তিনি জার্মানি ফুটবল দলে ছিলেন।

১৯৯০ বিশ্বকাপের ফাইনালে মোয়েলার খেলেননি এবং ১৯৯৬ সালের ইউরোতে তিনি সেমি-ফাইনালে কার্ড পাওয়ার কারণে ফাইনাল ম্যাচ খেলার জন্য নিষিদ্ধ ছিলেন। সেমি-ফাইনালে মোয়েলার ইংল্যান্ডের বিপক্ষে ১-১ গোলে সমতার পর টাইব্রেকারে ম্যাচ জইয়ী গোলটি করেন। [][][]

জুন ২০০৭ এ তিনি তার ম্যানেজারি জীবন শুরু করেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Andreas Möller – Spielerprofil – DFB" (জার্মান ভাষায়)। dfb.de। সংগ্রহের তারিখ ৪ ডিসেম্বর ২০২০ 
  2. Uersfeld, Stephan (২ সেপ্টেম্বর ২০১৭)। "Germany, Dortmund great Andreas Moller on meeting Gazza after Euro 96"। ESPN FC। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০২০ 
  3. Lyttleton, Ben (২৭ জুন ২০১৬)। "England and penalties: 20 years of hurt that could continue against Iceland"The Guardian। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০২০ 
  4. Smyth, Rob (৬ জুন ২০০৮)। "The Joy of Six: European Championship memories"The Guardian। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০২০ 
  5. "Euro 96 Archive – Germany 1–1 England"। BBC Sport। ২৫ এপ্রিল ২০১১। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০২০