আবু বকর (ঈসায়ী ৫৭৩–৬৩৪) ছিলেন নবী মুহাম্মাদের পর ইসলামের প্রথম খলিফা। তিনি ছিলেন নবী মুহাম্মাদের রাজনৈতিক উত্তরাধিকারী।[১]
আবু বকর ছিলেন আবু কুহাফা ও উম্মুল খাইর সালমার পুত্র। তাঁর পিতা-মাতা উভয়েই মুসলিম হয়েছিলেন।[২] আবু বকরের কোনো ভাই ছিল বলে জানা যায় না। তাঁর দুই বৈমাত্রেয় বোন ছিল। তাদের নাম উম্মু ফারওয়াহ ও কুরাইবাহ।
উম্মু ফারওয়াহ বিনতে আবি কুহাফাঃ প্রথম স্বামী আবু উমাইমাহ আল আযদীর ঘরে কন্যা উমাইমাহ এর জন্ম। এরপর তামিম আদ-দারির সাথে বিয়ে হয়। তাঁর সাথে তালাকের পর বিয়ে করেন আশ'আছ ইবনে কায়স আল-কিন্দীকে, সেই ঘরে তাঁর তিন পুত্র মুহাম্মাদ, ইসহাক, ইসমাইল ও দুই কন্যা হাবাবাহ ও কুরাইবাহ জন্ম গ্রহণ করেন।[৩]
কুরাইবা বিনতে আবি কুহাফাঃ তাঁর স্বামী ছিলেন প্রখ্যাত সাহাবী কায়স ইবনে সা'দ ইবনে উবাদাহ আল-আনসারী।
আবু বকর মোট ৪ বার বিয়ে করেছিলেন। ইসলাম গ্রহণের পূর্বে কুতাইলাহ এবং উম্মু রুমানকে, এবং ইসলামের গ্রহণের পরে ২ টি। কুতাইলাহ এর ইসলাম গ্রহণ নিয়ে মতবিরোধ আছে, জাহিলী যুগেই উক্ত মহিলাকে তালাক দেন। আবু বকরের ৪ স্ত্রীর মোট ৬ সন্তান ছিল, ৩ পুত্র ও ৩ কন্যা।
স্ত্রী | সন্তান | নাতী-নাতনী | পরবর্তী বংশধর |
---|---|---|---|
কুতায়লাহ বিনতে আব্দুল উযযা | আসমা বিনতে আবি বকর | আব্দুল্লাহ ইবনুল জুবাইর উরওয়াহ ইবনুয যুবাইর |
ইয়াহইয়া ইবনে আব্বাদ ইবনে আব্দুল্লাহ হিশাম ইবনে উরওয়াহ |
আব্দুল্লাহ ইবনে আবু বকর | আব্দুল্লাহ বিয়ে করেছিলেন আতিকা বিনতে যাইদকে, কিন্তু কোনো সন্তান ছিল না | ||
উম্মু রুমান বিনতে আমির (বানু কিনানাহ গোত্রের) | আব্দুর রহমান ইবনে আবি বকর | আবু আতিক মুহাম্মাদ | আব্দুর রহমানের বংশধর পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। |
আয়িশা বিনতে আবু বকর | আয়িশা ছিলেন ইসলামের নবী মুহাম্মাদের স্ত্রী, আয়িশার কোনো সন্তান ছিল না। | ||
আসমা বিনতে উমাইস | মুহাম্মাদ ইবনে আবু বকর | কাসিম ইবনে মুহাম্মাদ ইবনে আবু বকর | উম্মু ফারওয়াহ বিনতে কাসিম জা'ফার সাদিক (উম্মু ফারওয়াহ এর পুত্র) আবুল ফারাজ ইবনুল জাওযি (কাসিম ইবনে মুহাম্মাদ ইবনে আবু বকরের বংশধর) |
হাবিবাহ বিনতে খারিজাহ ইবনে যাইদ (বানু হারিস ইবনে খাজরায গোত্রের) | উম্মু কুলসুম বিনতে আবু বকর[৪] | তালহা ইবনে উবাইদিল্লাহ থেকেঃ জাকারিয়া, ইউসুফ এবং আয়িশা[৫] আব্দুর রহমান ইবনে আব্দুল্লাহ আল মাখযুমী থেকেঃ ইব্রাহিম আল আহওয়াল, মুসা, উম্মু হুমাইদ এবং উম্মু উসমান |