আবু মাসুদ আল-আনসারী | |
---|---|
(আরবি): أبو مسعود الأنصاري | |
জন্ম | উকবা ইবনে আমর ৭স শতক |
মৃত্যু | মদিনা |
সমাধি | মদিনা |
অন্যান্য নাম | আবু মাসুদ |
দাম্পত্য সঙ্গী | হুযাইলা বিনতে সাবিত বাশিরা বিনতে কুদামাহ |
সন্তান | মাসুদ বশির উম্মে বশীর উম্মে গাজিয়াহ উম্মে ওয়ালিদ গাজিয়াহ |
আবু মাসুদ আল-আনসারী (আরবী: أبو مسعود الأنصاري) এমন এক সাহাবী যিনি দ্বিতীয় আকাবায় অংশগ্রহণ করেছিলেন। বদরের যুদ্ধে অংশগ্রহণ করেননি। উহুদের যুদ্ধসহ পরবর্তী সকল যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছিলেন। এছাড়াও তিনি বহু হাদীস বর্ণনা করেছেন। তিনি অধিক জ্ঞানী সাহাবাদের মধ্যে একজন ছিলেন।
নাম- উকবা ইবনে আমর। উপনাম: আবু মাসুদ। বংশধারা: উকবা ইবনে আমর ইবনে ছা’লাবাহ ইবনে আসিরাহ ইবনে আসায়রা ইবনে আতিয়াহ ইবনে খুদারা ইবনে আউফ ইবনুল হারিছ ইবনুল খাজরাজ, আল-আনসারী, আল-খাজরাজী।
তিনি মদিনায় জন্মগ্রহণ করেন।
তিনি আনসার সাহাবাদের সাথে ইসলাম গ্রহণ করেছিলেন। তিনি দ্বিতীয় আকাবায় অংশগ্রহণ করা সত্তর সাহাবীদের মধ্যে তিনি সবচেয়ে কনিষ্ট ছিলেন। [১]ইমাম বুখারী ও মুসলিম বিন হাজ্জাজ তাকে বদরী সাহাবী হিসেবে গণ্য করেন। আবু আহমদ আল-হাকীম বলেন-তিনি বদরের যুদ্ধে অংশগ্রহণ করেননি। তবে প্রসিদ্ধ মত হলো বদর যুদ্ধ প্রত্যক্ষ করেননি, তবে তাকে বদরী বলে ডাকা হয়, বদরের পাশেই থাকতেন বলে। [২] উহুদ যুদ্ধসহ সকল যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছিলেন [৩]
তিনি একসময় কুফায় চলে আসেন। আলী ইবনে আবী তালিবের সাথীদের মধ্যে তিনি অন্যতম ছিলেন। আলী সিফফীনের যুদ্ধের সময় কুফায় তাঁর স্থলাভিষিক্ত হন।[২] অতঃপর আলী তাকে এ থেকে সরিয়ে দিলে তিনি মদীনায় ফিরে আসেন এবং মুয়াবিয়া ইবনে আবী সুফিয়ানের খেলাফতের শেষ অবধি মদীনায় অবস্থান করেন।[১]
তিনি ৬৬৯ খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন।
খলীফা ইবনে খয়্যাত এবং মাদায়িনী বলেন- তিনি ৪০ হিজরীতে মৃত্যবরণ করেন। ইবনে আসীর বলেন- তিনি ৪১ বা ৪২ হিজরীতে মারা যান।[৪]
তিনি অনেক হাদিস বর্ণনা করেছেন। তাবেয়ীদের একটি দল তার থেকে হাদিস বর্ণনা তাদের মধ্যে অন্যতম: তার ছেলে বশির, হযরত আবদুল্লাহ ইবনে ইয়াযীদ আল-খাতামি, আউস ইবনে দমআজ, আবু ওয়ায়েল ইবনে সালামা , এবং আলকামা ইবনে কায়েস আন-নাখায়ী এবং মাসরুক বিন আল-আজদা, আমর বিন মায়মুন এবং রুবায়ী বিন হারাশ, এবং কায়েস ইবনে আবু হাযেম, আবদুল রহমান বিন ইয়াজিদ আল- নাখায়ী এবং আমের আশ-শা’বী । [৫]
তার মা সালমা আজিব বিন খালিদ বিন আল-আজশ বিন আবদুল্লাহ ইবনে আউফ বিন কুদাআ।
তাঁর স্ত্রীগণ:
তার পুত্ররা:
তার কন্যারা: