প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী | |
---|---|
চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ২৯ জানুয়ারি ২০১৪ – ১০ জানুয়ারি ২০২৪ | |
পূর্বসূরী | জাফরুল ইসলাম চৌধুরী |
উত্তরসূরী | আব্দুল মোতালেব |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | সাতকানিয়া, চট্টগ্রাম | ১৫ আগস্ট ১৯৬৮
রাজনৈতিক দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
দাম্পত্য সঙ্গী | রিজিয়া সুলতানা চৌধুরী |
পিতামাতা |
|
প্রাক্তন শিক্ষার্থী | দারুল উলুম নদওয়াতুল উলামা, জামিয়া ইসলামিয়া পটিয়া |
জীবিকা | অধ্যাপনা, শিক্ষক ও রাজনীতি |
ওয়েবসাইট | https://aburezanadwi.com |
আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী (জন্ম: ১৫ আগস্ট ১৯৬৮) বাংলাদেশের চট্টগ্রাম জেলার রাজনীতিবিদ ও চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনের সাবেক সংসদ সদস্য। ইসলামিক স্কলার হিসেবেও তার পরিচিতি রয়েছে।
আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী ১৫ আগস্ট ১৯৬৮ সালে চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার মাদার্শা ইউনিয়নে জন্মগ্রহণ করেন। তার পিতা আবুল বারাকাত মুহাম্মাদ ফয়জুল্লাহ এবং মাতা রহিমা খাতুন।
তিনি শুরুতে আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ায় লেখা-পড়া করে ১৯৮৭ সালে ভারতের নদওয়াতুল উলামা, লখনউ থেকে আরবি সাহিত্য ও ইসলামিক স্টাডিজে বিএ পাশ করেন। দওয়াতুল উলামা, লখনউ থেকে ১৯৮৯ সালে এমএ ও পরবর্তীতে পিএইচডি ডিগ্রী অর্জন করেন।
তার স্ত্রী রিজিয়া রেজা চৌধুরী।
নদভী আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) অধ্যাপক ছিলেন। তিনি ২০১৪ সালের দশম ও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[১][২]
তিনি ধর্ম মন্ত্রণালয় সম্পর্কীয় সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর।[৩]
নদভী সোস্যাল ইসলামি ব্যাংক লিমিটেড ও ইউনিয়ন ব্যাংক লিমিটেডের শরীয়াহ বোর্ডের চেয়ারম্যান এবং অগ্রণী ব্যাংক লিমিটেডের শরীয়াহ বোর্ডের সদস্য। তিনি সমাজ কল্যাণ মন্ত্রণালয় পরিচালিত শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান ট্রাস্টের সদস্য এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ছিলেন। এছাড়াও ইন্টারন্যাশনাল ইসলামিক রিলিফ অর্গানাইজেশন বাংলাদেশ শাখার নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সৌদি আরবের রিয়াদস্থ ইন্টারন্যাশনাল লীগ ফর ইসলামিক লিটারেচার এর সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।[৩]
জীবনী বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |