আব্বাস-মস্তান | |
---|---|
জন্ম | ১৯৫০ |
পেশা | চলচ্চিত্র পরিচালক, প্রযোজক |
কর্মজীবন | ১৯৮৫–বর্তমান |
আব্বাস-মস্তান হলেন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা জুটি দুই ভাই আব্বাস আলিভাই বার্মাওয়ালা ও মস্তান আলিভাই বার্মাওয়ালা।[১] এই জুটি সাসপেন্স, অ্যাকশন এবং রোমান্টিক থ্রিলার হিন্দি চলচ্চিত্র পরিচালনার জন্য পরিচিত।[২][৩][৪]
আব্বাস বার্মাওয়ালা, মস্তান বার্মাওয়ালা এবং তাদের ভাই হুসেন বার্মাওয়ালা চলচ্চিত্রে সম্পাদক হিসেবে তাদের কর্মজীবন শুরু করেন। পরে তারা গোবিন্দভাই প্যাটেলের সাথে সহকারী পরিচালক হিসেবে বেশ কয়েকটি চলচ্চিত্রে কাজ করার জন্য যোগ দেন। প্যাটেল যখন গুজরাটি চলচ্চিত্র সাজন তারা সম্ভারনা (১৯৮৫) পরিচালনার সুযোগ প্রত্যাখ্যান করেন, তখন আব্বাস-মাস্তান এই চলচ্চিত্র পরিচালনার মাধ্যমে পরিচালক হিসেবে তাদের কর্মজীবন শুরু করেন।[১]
পরিচালক হিসেবে তাদের প্রথম হিন্দি চলচ্চিত্র ছিল অগ্নিকাল (১৯৯০)। তারপর তারা ১৪টিরও বেশি হিন্দি চলচ্চিত্র পরিচালনা করেছেন।[৫] তারা বার্মাওয়ালা পার্টনার্স নামে তাদের নিজস্ব প্রোডাকশন হাউস চালু করেছেন।[৬]
এশিয়ান একাডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন তাদের দুজনকেই আন্তর্জাতিক ফিল্ম অ্যান্ড টেলিভিশন ক্লাবের আজীবন সদস্যপদে সম্মানিত করেছে।
বছর | চলচ্চিত্র | পরিচালক | প্রযোজক |
---|---|---|---|
১৯৮৫ | সাজন তারা সম্ভারনা | হ্যাঁ | |
১৯৮৭ | মোটি ভিরানা চৌক | হ্যাঁ | |
১৯৯০ | অগ্নিকাল | হ্যাঁ | |
১৯৯২ | খিলাড়ি | হ্যাঁ | |
১৯৯৩ | বাজীগর | হ্যাঁ | |
১৯৯৬ | দারার | হ্যাঁ | |
১৯৯৮ | সোলজার | হ্যাঁ | |
১৯৯৯ | বাদশা | হ্যাঁ | |
২০০১ | চোরি চোরি চুপকে চুপকে | হ্যাঁ | |
অজনবী | হ্যাঁ | ||
২০০২ | হামরাজ | হ্যাঁ | |
২০০৪ | টারজান: দ্য ওয়ান্ডার কার | হ্যাঁ | |
এতরাজ | হ্যাঁ | ||
২০০৬ | ৩৬ চায়না টাউন | হ্যাঁ | |
২০০৭ | নাকাব | হ্যাঁ | |
এভানো ওরুভান | হ্যাঁ | ||
২০০৮ | রেস | হ্যাঁ | |
২০০৯ | লাইফ পার্টনার | হ্যাঁ | |
২০১২ | প্লেয়ার্স | হ্যাঁ | হ্যাঁ |
২০১৩ | রেস ২ | হ্যাঁ | |
২০১৫ | কিস কিসকো প্যায়ার করুঁ | হ্যাঁ | হ্যাঁ |
২০১৭ | মেশিন | হ্যাঁ | হ্যাঁ |
২০২৩ | থ্রি মাঙ্কিস | হ্যাঁ |