ধরন | দৈনিক পত্রিকা |
---|---|
ফরম্যাট | ব্রডশিট ও অনলাইন সংস্করণ |
মালিক | নিউ ভিশন লিমিটেড |
প্রকাশক | তাপস মজুমদার |
সম্পাদক | আবুল মোমেন |
প্রতিষ্ঠাকাল | ২০০৩ |
ভাষা | বাংলা |
সদর দপ্তর | ১১৮-১২১, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ |
ওয়েবসাইট | আমাদের সময় |
দৈনিক আমাদের সময় বাংলাদেশ থেকে এবং বাংলা ভাষায় প্রকাশিত একটি দৈনিক সংবাদপত্র। ২০০৩ সালে এটি প্রথম প্রকাশিত হয়।[১]
আমাদের সময় 'ব্রডশিট' আকারে মুদ্রিত হয়। এতে বাদামি নিউজপ্রিন্ট কাগজ ব্যবহার করা হয়। কলাম সংখ্যা ৮। পত্রিকাটি চার রঙে মুদ্রিত। নিয়মিত সংখ্যা ১২ পৃষ্ঠা। সপ্তাহে এক দিন মূল ব্রডশিট পত্রিকার সঙ্গে সময়ের ডানা প্রকাশিত হয়।
আমাদের সময়-এর নিয়মিত আয়োজনে আছে-
ফিচারপাতা হিসেবে আছে-