আম ওড়িশা পার্টি (এওপি) ছিল সৌম্য রঞ্জন পট্টনায়কের নেতৃত্বে ভারতের ওড়িশা রাজ্যের একটি রাজ্য রাজনৈতিক দল। এটি ২৬ নভেম্বর ২০১৩ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।[১] ভারতের নির্বাচন কমিশন আম ওড়িশা পার্টিকে পাত্র প্রতীক বরাদ্দ করেছে।[২]
২২ শে মার্চ ২০১৪-এ সুপর্ণ সতপতী ভারতীয় জাতীয় কংগ্রেস ত্যাগ করেন এবং এওপি-তে যোগ দেন।[৩]
৬ মার্চ ২০১৮-এ সৌম্য রঞ্জন পট্টনায়েক আম ওড়িশা পার্টিকে বিজু জনতা দলের সাথে একীভূত করেন এবং নবীন পট্টনায়েক তাকে রাজ্যসভায় বিজেডি সাংসদ হিসেবে মনোনীত করেন।