আয়ারল্যান্ডের পরিবহন ব্যবস্থা

আয়ারল্যান্ডের রেল নেটওয়ার্ক
আইরিশ বিমানবন্দর

আয়ারল্যান্ডে বিভিন্ন সাম্প্রতিক সালের হিসাব অনুযায়ী ১৯৪৭ কিমি রেলপথ, ১,১৭,৩১৮ কিমি সড়কপথ (যার মধ্যে ৩২৫ কিমি মহাসড়ক), এবং ৭৫৩ কিমি দীর্ঘ জলপথ বিদ্যমান। ডাবলিন, শ্যানন ও কর্ক তিনটি প্রধান বিমানবন্দর। বাস ইরিয়ান নামের সরকারি বাস সংস্থা বহুল ব্যবহৃত। এছাড়াও আছে অনেক সমুদ্রবন্দর, যেমন ডাবলিন, কর্ক, বেলফাস্ট, ইত্যাদি।

আয়ারল্যান্ড প্রজাতন্ত্রের পরিবহন খাত রাজ্যের গ্রিনহাউস গ্যাস নির্গমনের ২১% জন্য দায়ী।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "What are Irelands greenhouse gas emissions ?"EPA। ১৭ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০১৬ 


তথ্যসূত্র

[সম্পাদনা]