আরব বিদ্রোহেরপতাকা. এটি আরব জাতীয়তাবাদের একটি জনপ্রিয় প্রতীক। অনেক আরব রাষ্ট্রের পতাকা এটির আদলে নকশা করা হয়েছে।
আরব জাতীয়তাবাদ (আরবি: القومية العربيةal-Qawmiyya al-`arabiyya) হল আরব সভ্যতার মহিমা ধারণকারী একটি জাতীয়তাবাদী আদর্শ। এই আদর্শ আরব বিশ্বের রাজনৈতিক ঐক্যের ডাক দেয়।[১]আটলান্টিক মহাসাগর থেকে আরব সাগর পর্যন্ত আরব অধ্যুষিত অঞ্চল এর মূল আলোচ্য স্থান।[২][৩] আরব জাতীয়তাবাদের অন্যতম প্রাথমিক লক্ষ্য হল আরব বিশ্ব থেকে পশ্চিমা আধিপত্য দূরীভূত করা। ২০ শতকের প্রথমভাগে উসমানীয় খিলাফতের নাজুক অবস্থার সময় থেকে এর উত্থান হয় এবং ছয় দিনের যুদ্ধে আরব সেনাবাহিনীর পরাজয়ের পর থেকে এই আন্দোলন দুর্বল হয়ে পড়ে।[১][২]
Note: Forms of nationalism based primarily on ethnic groups are listed above. This does not imply that all nationalists with a given ethnicity subscribe to that form of ethnic nationalism.