আরারাকুয়ারা | |
---|---|
পৌরসভা | |
নীতিবাক্য: আলতিওর আলতিসসিমো সেম্পের Altior altissimo semper (লাতিন) সবসময় সবচেয়ে জোরালো ধ্বনির | |
সাঁউ পাউলু রাজ্যে অবস্থানLocation in São Paulo state | |
ব্রাজিলে অবস্থান | |
স্থানাঙ্ক: ২১°৪৭′৩৮″ দক্ষিণ ৪৮°১০′৩৩″ পশ্চিম / ২১.৭৯৩৮৯° দক্ষিণ ৪৮.১৭৫৮৩° পশ্চিম | |
দেশ | ব্রাজিল |
প্রশাসনিক অঞ্চল | দক্ষিণ-পূর্ব |
রাজ্য | সাঁউ পাউলু |
সরকার | |
• নগরপ্রধান (২০১৭-২০২৪ মেয়াদে) | এদিনিউ সিলভা (PT) |
আয়তন | |
• মোট | ১,০০৪ বর্গকিমি (৩৮৮ বর্গমাইল) |
উচ্চতা | ৬৬৪ মিটার (২,১৭৮ ফুট) |
জনসংখ্যা (২০২০ [১]) | |
• মোট | ২,৩৮,৩৩৯ |
• জনঘনত্ব | ২৪০/বর্গকিমি (৬১০/বর্গমাইল) |
সময় অঞ্চল | ব্রাজিল সময় (ইউটিসি– 03:00) |
• গ্রীষ্মকালীন (দিসস) | ব্রাজিলের দিবালোক সংরক্ষণ সময় (ইউটিসি– 02:00) |
ডাক সংকেত | ১৪৮০১ |
আঞ্চলিক দূরালাপন সংকেত | +(৫৫) ১৬ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
আরারাকুয়ারা (পর্তুগিজ: Araraquara, আ-ধ্ব-ব: [ɐɾaɾɐˈkwaɾɐ] বা [aˌɾaɾɐˈkwaɾɐ]) দক্ষিণ আমেরিকার রাষ্ট্র ব্রাজিলের সাঁউ পাউলু রাজ্যের একটি শহর। ২০২০ সালের হিসাব অনুযায়ী এটির জনসংখ্যা ছিল প্রায় ২ লক্ষ ৩৮ হাজার। এর আয়তন প্রায় ১০০৪ বর্গকিলোমিটার।[২] ১৮১৭ সালে এটিকে প্রতিষ্ঠা করা হয়। দর্শনীয় সূর্যাস্ত ও গরম আবহাওয়ার কারণে শহরটি " সূর্যের নিবাস" ডাকনামে পরিচিত।