আর্জেন্টাভিস ম্যাগনিফিসেন্স Argentavis magnificens সময়গত পরিসীমা: অন্ত্য মায়োসিন | |
---|---|
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ: | Animalia |
পর্ব: | Chordata |
শ্রেণী: | Aves |
বর্গ: | Incertae sedis (বিতর্কিত) |
পরিবার: | †Teratornithidae |
গণ: | †Argentavis ক্যাম্পবেল ও টনি, ১৯৮০ |
প্রজাতি: | †A. magnificens |
দ্বিপদী নাম | |
Argentavis magnificens ক্যাম্পবেল ও টনি, ১৯৮০ |
আর্জেন্টাভিস ম্যাগনিফিসেন্স (Argentavis magnificens; আক্ষরিক অর্থ অসাধারণ আর্জেন্টীয় পাখি) হলো একটি বিলুপ্ত প্রজাতির পাখি। এটি এখন পর্যন্ত আবিষ্কৃত উড়তে সক্ষম পাখিদের মধ্যে সর্ববৃহৎ।[১][২][৩] এছাড়াও এটি পৃথিবীর শুরু থেকে এখন পর্যন্ত প্রাপ্ত অন্যান্য সকল পাখি প্রজাতির প্রাণীদের মধ্যেও সর্ববৃহৎ উড়নক্ষম পাখি। এসকল প্রাণীদের মধ্যে আছে প্লাইস্টোসিন থেকে হলোসিন যুগে নিউজিল্যান্ডে প্রাপ্ত পাখি হাস্ট ঈগল। আর্জেন্টাভিস ম্যাগনিফিসেন্স-কে কোনো কোনো সময় জায়ান্ট টেরাটর্ন নামেও ডাকা হয়। যদিও জায়ান্ট টেরাটর্ন আজ থেকে প্রায় ৬০ লক্ষ বছর পূর্বে মায়োসিন যুগের শেষভাগেই মধ্য ও পশ্চিম আর্জেন্টিনা থেকে বিলুপ্ত হয়ে গেছে। সেখানে প্রাপ্ত ফসিলগুলো এখনো পাখিটির সেই সময়কার অবস্থান নিশ্চিত করছে।[৩]
এটি প্রমাণিত হয়েছে যে, আর্জেন্টাভিস-এর হিউমেরাস অস্থি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপরেও এটির জীবনকালে কোনোরূপ প্রভাব ফেলে নি। এটির হিউমেরাস মানুষের বাহুর সম্পূর্ণ দৈর্ঘের চেয়ে একটু ছোট।[৪]
বর্তমানের গ্রহণযোগ্য পরিমাপ:
তুলনার জন্য বলা যায়, জীবিত পাখিদের মধ্যে সর্ববৃহৎ প্রসারিত পাখার দৈর্ঘ্য হচ্ছে ওয়ান্ডারিং অ্যালব্যাট্রসের। যার প্রসারিত পাখার দৈর্ঘ্য প্রায় ৩.৬৩ মিটার। অ্যালব্যাট্রস একটি সামুদ্রিক পাখি এবং আর্জেন্টাভিস বিচরণ করতো স্থলভাগে। তাই স্থলভাগের সর্ববৃহৎ পাখি আন্ডিয়ান কনডরও আর্জেন্টাভিসের তুলনায় ছোট। কনডর বর্তমানে স্থলভাগে প্রাপ্ত বিশ্বের সবচেয়ে বড় পাখি। এর প্রসারিত পাখার দৈর্ঘ্য প্রায় ৩ মিটার ও ওজন প্রায় ১২ কেজি।
|coauthors=
উপেক্ষা করা হয়েছে (|author=
ব্যবহারের পরামর্শ দেয়া হচ্ছে) (সাহায্য)[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]