প্রতিষ্ঠিত | ১৪ জুন ১৯১২[১] |
---|---|
বিলুপ্ত | ২৩ ডিসেম্বর ১৯১৪[১] |
সদর দপ্তর | বুয়েনোস আইরেস, আর্জেন্টিনা |
ফিফা অধিভুক্তি | নেই |
আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন (স্পেনীয়: Federación Argentina de Football; এছাড়াও সংক্ষেপে এফএএফ নামে পরিচিত) আর্জেন্টিনার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ছিল। এই সংস্থাটি ১৯১২ সালের ১৪ই জুন তারিখে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করেনি। এই সংস্থার সদর দপ্তর আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আইরেসে ছিল। ১৯১৪ সালের ২৩শে ডিসেম্বর তারিখে এই সংস্থাটি বিলুপ্ত হয়েছে।
এই সংস্থাটি আর্জেন্টিনার কোপা দে কোম্পেন্তেসিয়া লা নাসিওনের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করতো।[২][৩] আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের সরবসেস সভাপতির দায়িত্ব পালন করেছিলেন রিকার্দো আলদাও।