আলতাফ রাজা | |
---|---|
প্রাথমিক তথ্য | |
জন্ম | [১] নাগপুর, মহারাষ্ট্র[২] | ১১ অক্টোবর ১৯৬০
উদ্ভব | ভারতীয় |
ধরন | কাওয়ালী |
পেশা | শিল্পী |
কার্যকাল | ১৯৯৩ |
আলতাফ রাজা হলেন একজন ভারতীয় কাওয়ালী শিল্পী।[২][৩] তার কন্ঠের প্রশিক্ষণ গ্রহণের পর থেকে তিনি বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কার জেতা শুরু করেন। ১৯৯৩ সালে আলতাফ "তুম থে থেহরে পরদেশী" নামক আত্মপ্রকাশকারী এ্যালবামের মাধ্যমে সঙ্গীত শিল্পী হিসেবে স্বীকৃতি অর্জন করেন।[৪] তারপর থেকে তিনি প্রায় ৭টি এ্যালবাম মুক্তি দিয়েছেন।
আলতাফ রাজা ১৯৬০ সালে ভারতের নাগপুর জন্মগ্রহণ করেন এবং ১৮ বছর বয়স থেকে বাদ্যযন্ত্র প্রশিক্ষণ নেওয়া শুরু করেন।
এছাড়া তার সঙ্গীত কর্মজীবনের পাশাপাশি কয়েক বলিউড চলচ্চিত্রে অভিনয় করেছেন: যেমন শপথ (১৯৯৭)[৫] যমরাজ (১৯৯৮), মাদার (১৯৯৯), গনচক্কর (২০১৩)।