আলতিপ্লানো

আন্দেস পর্বতমালার মাঝে বিস্তৃত আলতিপ্লানো মালভূমি
বিস্তীর্ণ জনবিরল আলতিপ্লানো মালভূমি
আলতিপ্লানোর একটি হ্রদে শয়ে শয়ে ফ্লেমিঙ্গো পাখি চরছে

আলতিপ্লানো (স্পেনীয় ভাষায়: Altiplano "উচ্চ সমভূমি") আন্দেস পর্বতমালাতে অবস্থিত একটি উচ্চ মালভূমি অঞ্চল। এটি দক্ষিণ-পশ্চিম বলিভিয়া থেকে দক্ষিণ পেরু পর্যন্ত বিস্তৃত। আন্দেসের পূর্ব ও পশ্চিম কর্দিলেরা পর্বতশ্রেণীদ্বয়ের মধ্যে সমুদ্রতল থেকে ৩৬০০ থেকে ৪০০০ মিটার উচ্চতায় অবস্থিত অনেকগুলি আন্তঃপর্বত এলাকা নিয়ে এই অঞ্চলটি গঠিত। শীতল, শুষ্ক ও ঝোড়ো হাওয়া উপেক্ষা করে এখানে অনেক লোক বাস করেন। আলু ও বার্লির চাষ হয় এবং লামা চরানো হয়। এ অঞ্চলে তিতিকাকা হ্রদপুপো হ্রদ অবস্থিত। বলিভিয়ার এই দ্বিতীয় বৃহত্তম হ্রদটিকে পুনরুজ্জীবিত করা যেতে পারে কিনা তা স্পষ্ট নয়। [][]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Mercado, David। "Lake Poopo Dries Up"। Reuters। ১৯ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  2. Paskevics, Emily (১৯ ডিসেম্বর ২০১৫)। "Lake Poopó, Second Largest In Bolivia, Dries Up Completely"Headlines & Global News (HNGN)। ৯ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা।