ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | আলি নুজার করিমি | ||
জন্ম | ১১ ফেব্রুয়ারি ১৯৯৪ | ||
জন্ম স্থান | ইসফাহান, ইরান | ||
উচ্চতা | ১.৮৫ মিটার (৬ ফুট ১ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | মধ্যমাঠের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | কায়সেরিস্পোর | ||
জার্সি নম্বর | ৬ | ||
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১১:০৯, ২৫ নভেম্বর ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
আলি নুজার করিমি (ফার্সি: علی کریمی; জন্ম: ১১ ফেব্রুয়ারি ১৯৯৪; আলি করিমি নামে সুপরিচিত) হলেন একজন ইরানি পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে তুর্কি ক্লাব কায়সেরিস্পোর এবং ইরান জাতীয় দলের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে রক্ষণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় অথবা আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।
২০১৪ সালে, করিমি ইরান অনূর্ধ্ব-২৩ দলের হয়ে ইরানের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় দুই বছর যাবত ইরানের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১৬ সালে ইরানের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; ইরানের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ১৪ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
আলি নুজার করিমি ১৯৯৪ সালের ১১ই ফেব্রুয়ারি তারিখে ইরানের ইসফাহানে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
করিমি কাতারে অনুষ্ঠিত ২০২২ ফিফা বিশ্বকাপের জন্য ২০২২ সালের ১৩ই নভেম্বর তারিখে ঘোষিত ইরানের ২৫ সদস্যের চূড়ান্ত দলে স্থান পেয়েছেন।[১][২]
দল | সাল | ম্যাচ | গোল |
---|---|---|---|
ইরান | ২০১৬ | ১ | ০ |
২০১৭ | ৬ | ০ | |
২০১৮ | ৩ | ০ | |
২০১৯ | ১ | ০ | |
২০২০ | ২ | ০ | |
২০২২ | ১ | ০ | |
সর্বমোট | ১৪ | ০ |
ইরানি ফুটবল সম্পর্কিত জীবনী বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |