আলীয়

আলীয়রা হলেন ইসলামের নবী মুহাম্মাদ-এর চাচাত ভাই এবং মেয়ে জামাই আলী ইবনে আবু তালিব থেকে উৎপত্তি হওয়া বংশ। শিয়া মুসলমানেরা তাকে মুহাম্মাদ নিযুক্ত করেন এবং প্রথম ইমাম এবং প্রথম ন্যায়সঙ্গত খলিফা বলে মনে করেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Wellhausen 1901, পৃ. 18।