আলি ইবনে জিয়াদ আত-তারাবুলসি আল-তিউনিসি আল-'আবসি | |
---|---|
উপাধি | আলী ইবনে জিয়াদ |
ব্যক্তিগত তথ্য | |
জন্ম | অজানা |
মৃত্যু | ৭৯৯ খ্রিস্টাব্দ (১৮৩ হিজরি) |
ধর্ম | ইসলাম |
যুগ | আব্বাসীয় খিলাফত |
অঞ্চল | মদিনা ও তিউনিস |
ব্যবহারশাস্ত্র | মালিকি |
ধর্মীয় মতবিশ্বাস | সুন্নি |
প্রধান আগ্রহ | ফিকহ |
কাজ | মুসলিম আইনজ্ঞ |
আল-ইবনে যিয়াদ আত-তারাবুলসি আল-তিউনিসি আল-'আবাসি (মৃত্যু:৭৯৯ খ্রিস্টাব্দ)(১৮৩ হিজরি) (আরবি: علي بن زياد الطرابلسي التونسي العبسي), ইসলামী সাহিত্যে সাধারণত আলী ইবনে জিয়াদ বা ইমাম আল-তারাবুলসি হিসাবে পরিচিত, ছিলেন ত্রিপোলি থেকে আসা ৮ম শতাব্দীর তিউনিসীয় মুসলিম আইনজ্ঞ। ইবনে জিয়াদ ছিলেন ইসলামী আইনশাস্ত্রের মালিকি মাযহাবের এক প্রাথমিক আলেম (ফিকহ) এবং ইমাম মালিকের সহচর। আলী ইবনে যিয়াদ ইমাম মালিকের মুওয়াত্তা ইফরিকিয়ায় আনার দায়িত্বে ছিলেন।[১] ৭৯৯ খ্রিস্টাব্দে তিনি মারা যান এবং তিউনিসের মদিনার (পুরানো শহর) কাসবা কোয়ার্টারের সিলসিলা কবরস্থানে তাকে দাফন করা হয়।