ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | আলেক্সান্দের দোমিঙ্গেস কারাবালি | ||
জন্ম | ৫ জুন ১৯৮৭ | ||
জন্ম স্থান | এস্মেরালদাস, ইকুয়েডর | ||
উচ্চতা | ১.৯৫ মিটার (৬ ফুট ৫ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | গোলরক্ষক | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | কিতো | ||
জার্সি নম্বর | ২২ | ||
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১১:১৪, ৬ জুন ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
আলেক্সান্দের দোমিঙ্গেস কারাবালি (স্পেনীয়: Alexander Domínguez; জন্ম: ৫ জুন ১৯৮৭; আলেক্সান্দের দোমিঙ্গেস নামে সুপরিচিত) হলেন একজন ইকুয়েডরীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ক্লাব কিতো এবং ইকুয়েডর জাতীয় দলের হয়ে গোলরক্ষক হিসেবে খেলেন।
দোমিঙ্গেস ২০১১ সালে ইকুয়েডরের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; ইকুয়েডরের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৭২ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
আলেক্সান্দের দোমিঙ্গেস কারাবালি ১৯৮৭ সালের ৫ই জুন তারিখে ইকুয়েডরের এস্মেরালদাসে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
২০১১ সালের ২৬শে মার্চ তারিখে, ২৩ বছর, ৯ মাস ও ২১ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী দোমিঙ্গেস কলম্বিয়ার বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে ইকুয়েডরের হয়ে অভিষেক করেছেন।[১] তিনি উক্ত ম্যাচের মূল একাদশে অন্তর্ভুক্ত ছিলেন;[২] ম্যাচে তিনি ১২ নম্বর জার্সি পরিধান করে গোলরক্ষক হিসেবে খেলেছিলেন।[৩] ম্যাচটি কলম্বিয়া ২–০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[৪] ইকুয়েডরের হয়ে অভিষেকের বছরে দোমিঙ্গেস সর্বমোট ১ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
দল | সাল | ম্যাচ | গোল |
---|---|---|---|
ইকুয়েডর | ২০১১ | ১ | ০ |
২০১২ | ৮ | ০ | |
২০১৩ | ৮ | ০ | |
২০১৪ | ৬ | ০ | |
২০১৫ | ১১ | ০ | |
২০১৬ | ৮ | ০ | |
২০১৮ | ৫ | ০ | |
২০১৯ | ৫ | ০ | |
২০২০ | ৪ | ০ | |
২০২১ | ৬ | ০ | |
২০২২ | ৬ | ০ | |
২০২৩ | ৩ | ০ | |
২০২৪ | ১ | ০ | |
সর্বমোট | ৭২ | ০ |