আশ্চর্য প্রদীপ | |
---|---|
![]() প্রেক্ষাগৃহে মুক্তির পোস্টার | |
পরিচালক | অনীক দত্ত |
চিত্রনাট্যকার | অনীক দত্ত, দেব রায় |
কাহিনিকার | শীর্ষেন্দু মুখোপাধ্যায় |
শ্রেষ্ঠাংশে | শাশ্বত চট্টোপাধ্যায় শ্রীলেখা মিত্র রজতাভ দত্ত মুমতাজ সরকার |
সুরকার | রাজা নারায়ণ দেব |
চিত্রগ্রাহক | অভীক মুখোপাধ্যায় |
সম্পাদক | অর্ঘ্যকমল মিত্র |
প্রযোজনা কোম্পানি | রোজ ভ্যালি ফিল্মস লিমিটেড |
পরিবেশক | ব্র্যান্ড ভ্যালু কমিউনিকেশনস |
মুক্তি | |
স্থিতিকাল | ১২০ মিনিট[২] |
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
আয় | ₹ ২০ মিলিয়ন (ইউএস$ ২,৪৪,৪৬৬)[ক] |
আশ্চর্য প্রদীপ (ইংরেজি: Astonishing Lamp) অনীক দত্ত পরিচালিত ২০১৩ সালের একটি ভারতীয় বাংলা চলচ্চিত্র। চলচ্চিত্রটি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটি ছোট গল্প অবলম্বনে নির্মিত। পরিচালক হিসেবে এটি অনীক দত্তের দ্বিতীয় ফিচার চলচ্চিত্র।[৬][৭][৮][৯] চলচ্চিত্রটির ট্রেইলার ২০১৩ সালের ২৬ অক্টোবর ইউটিউবে প্রকাশিত হয়[১০] এবং একই বছরের ১৫ নভেম্বর চলচ্চিত্রটি কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পায়।[১]
চলচ্চিত্রটির কাহিনী এমন একটি দৈনন্দিন দম্পতির অপূর্ণ আকাঙ্খা নিয়ে তৈরি, যারা উন্নত জীবনলাভের আশায় কঠোর প্রচেষ্টা করেও তাদের স্বপ্নকে কখনো বাস্তবে পরিণত করতে পারেনা। অনিলাভ (শাশ্বত চট্টোপাধ্যায়) একটি আশ্চর্য্য প্রদীপ আবিষ্কার করে, যার থেকে একটি জ্বীন আবির্ভূত হয় এবং প্রচুর সম্পদ ও ক্ষমতা দিয়ে বিলাসময় এক জীবনে নিয়ে যায় তাকে। কীভাবে তারা নিজেদের আবিষ্কৃত নতুন জীবনের সাথে সমন্বয় করে ও সামলে উঠে, গল্পের বাকি অংশ তা নিয়েই গঠিত।[১১]
আশ্চর্য্য প্রদীপ | ||||
---|---|---|---|---|
কর্তৃক সাউন্ডট্র্যাক অ্যালবাম | ||||
মুক্তির তারিখ | ১ নভেম্বর, ২০১৩[১৩] | |||
শব্দধারণের সময় | ২০১৩, সনিক সলিউশনস, কলকাতা | |||
ঘরানা |
| |||
দৈর্ঘ্য | ২৯:৫৭ | |||
সঙ্গীত প্রকাশনী | ধুম মিউজিক | |||
প্রযোজক | রাজা নারায়ণ দেব ব্র্যান্ড ভ্যালু কমিউনিকেশনস | |||
রাজা নারায়ণ দেব কালক্রম | ||||
|
সকল গানের গীতিকার অনীক দত্ত[১৪]।
ট্র্যাকলিস্ট | ||||
---|---|---|---|---|
নং. | শিরোনাম | সুরকার | সঙ্গীতশিল্পী | দৈর্ঘ্য |
১. | "আশ্চর্য্য প্রদীপ – দ্য টাইটেল সং" | রাজা নারায়ণ দেব | তিমির বিশ্বাস, ঋষি চন্দ, সুকন্যা ঘোষ | ২:৩০ |
২. | "বেশি বেশি – গিম্মি মোর" | রাজা নারায়ণ দেব | তানিয়া সেন | ৩:২৫ |
৩. | "এই পেল্লাই অফিস - দ্য অফিস সং/দ্য ডায়লগ সং" | রাজা নারায়ণ দেব | শাশ্বত চট্টোপাধ্যায়, রজতাভ দত্ত এবং দেব রায় | ১:৫৯ |
৪. | "কেইস যাবে বদলে – দ্য মেকওভার সং" | রাজা নারায়ণ দেব | দিব্যেন্দু মুখার্জী | ২:৫৯ |
৫. | "হায় রে – দ্য ফানি স্যাড সং" | রাজা নারায়ণ দেব | রাঘব চ্যাটার্জী | ১:৪৩ |
৬. | "আশ্চর্য্য প্রদীপ থিম" | রাজা নারায়ণ দেব | ইন্সট্রুমেন্টাল | ৩:১৩ |
৭. | "বেশি বেশি – গিম্মি মোর (রিমিক্স)" | রাজা নারায়ণ দেব | তানিয়া সেন | ৫:১৩ |
৮. | "আশ্চর্য্য প্রদীপ – দ্য টাইটেল সং (কারাওকে ট্র্যাক)" | রাজা নারায়ণ দেব | কারাওকে ট্র্যাক | ২:৩১ |
৯. | "বেশি বেশি – গিম্মি মোর (কারাওকে ট্র্যাক)" | রাজা নারায়ণ দেব | কারাওকে ট্র্যাক | ৩:২৭ |
১০. | "কেইস যাবে বদলে – দ্য মেকওভার সং (কারাওকে ট্র্যাক)" | রাজা নারায়ণ দেব | কারাওকে ট্র্যাক | ২:৫৭ |
মোট দৈর্ঘ্য: | ২৯:৫৭ |
বোনাস ট্র্যাক | ||||
---|---|---|---|---|
নং. | শিরোনাম | সুরকার | সঙ্গীতশিল্পী | দৈর্ঘ্য |
১১. | "চারিদিক বদলে গেছে – দ্য কার সং" | রাজা নারায়ণ দেব | অমিত কুমার মূল গায়ক: কিশোর কুমার | ৩:৪৬ |
মোট দৈর্ঘ্য: | ৩৩:৪৩ |
চলচ্চিত্রটি ২০১৩ সালের ১৫ নভেম্বর মুক্তি পায়।[১] রজতাভ দত্ত, শাশ্বত চট্টোপাধ্যায়, শ্রীলেখা মিত্র এবং মুমতাজ সরকার সমন্বিত একটি ডিজিটাল পোস্টার ২০১৩ সালের ২৬ অক্টোবর ইউটিউবে প্রকাশিত হয়েছিল।[১৫] শাশ্বত চট্টোপাধ্যায় ও শ্রীলেখা মিত্র তাদের অভিনয়ের জন্য প্রশংসা অর্জন করেন।[১৬]
বাংলা ট্যাবলয়েড এবেলার একটি প্রতিবেদন অনুসারে, চলচ্চিত্রটি প্রথম ও দ্বিতীয় সপ্তাহে যথাক্রমে ₹ ৩.৫ মিলিয়ন (ইউএস$ ৪২,৭৮১.৫৫) এবং ₹ ১০ মিলিয়ন (ইউএস$ ১,২২,২৩৩), মোট ₹ ১৩.৫ মিলিয়ন (ইউএস$ ১,৬৫,০১৪.৫৫) সংগ্রহ করে।[৪][৫] পরবর্তীতে আরও ₹ ৭.৫ মিলিয়ন (ইউএস$ ৯১,৬৭৪.৭৫) সংগ্রহ করে চার সপ্তাহ পর মোট আয়ের পরিমাণ হয় ₹ ২০ মিলিয়ন (ইউএস$ ২,৪৪,৪৬৬)।[৩]