আসমা বিনতে আবু বকর | |
---|---|
أسماء بنت أبي بکر | |
জন্ম | আনু. ৫৯৫ খ্রিঃ |
মৃত্যু | আনু. ৬৯৫ (১০০ বছর) |
সমাধি | জান্নাতুল মুয়াল্লা, মক্কা |
পরিচিতির কারণ | ইসলামে মুহাম্মদ (সাহাবা) এর সাহাবী, আবু বকরের কন্যা এবং আয়েশার বোন |
উপাধি | ধাত আন-নিতাকায়েন |
দাম্পত্য সঙ্গী | যুবাইর ইবনুল আওয়াম |
পিতা-মাতা |
|
পরিবার | বনু তাইম |
আসমা বিনতে আবু বকর (আরবি: أسماء بنت أبي بكر) (আনুমানিক ৫৯৫ – ৬৯২ খ্রিষ্টাব্দ) ছিলেন মুহাম্মদ এর অন্যতম সাহাবি।
আসমা বিনতে আবি বকর ছিলেন প্রথম খলিফা আবু বকরের কন্যা। তার মার নাম কুতাইলা বিনতে আবদুল উজ্জা। তিনি আবদুল্লাহ ইবনে আবি বকরের আপন বোন। আয়েশা ও উম্মে কুলসুম বিনতে আবি বকর তার সৎ বোন এবং আবদুর রহমান ইবনে আবি বকর ও মুহাম্মদ ইবনে আবি বকর তার সৎ ভাই ছিলেন। কিনানা গোত্রের দিক থেকে উম্মে রুমান বিনতে আমির নামে তার এক সৎ মা ও আল তুফায়েল ইবনে আল হারিস আল আজদি নামে এক সৎ ভাই ছিল। [১] ঐতিহাসিক ইবনে কাসির এবং ইবনে আকাসির এর মতে আসমা, আয়শা রাঃ থেকে ১০ বছরের বড় ছিলেন।[২][৩][৪][৫][৬][৭]
Original text: وكانت هي وأختها عائشة وأبوها أبو بكر الصديق، وجدها أبو عتيق، وابنها عبد الله، وزوجها الزبير صحابيين رضي الله عنهم. وقد شهدت اليرموك مع ابنها وزوجها، وهي أكبر من أختها عائشة بعشر سنين.
English translation: She, her sister Aisha, her father Abu Bakr, her grandfather Abu Atiq, her son Abdullah, and her husband al-Zubair were Companions - God bless them -. She participated in the Battle of Yarmouk with her son and her husband, and she is ten years older than her sister Aisha.