ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | আহমদ নুরুল্লাহি | ||
জন্ম | ১ ফেব্রুয়ারি ১৯৯৩ | ||
জন্ম স্থান | আজাদশাহর, ইরান | ||
উচ্চতা | ১.৮৫ মিটার (৬ ফুট ১ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | মধ্যমাঠের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | আল ওয়াহদা | ||
জার্সি নম্বর | ৭ | ||
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৭:২২, ৯ অক্টোবর ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
আহমদ নুরুল্লাহি (ফার্সি: احمد نورالهی, ইংরেজি: Ahmad Nourollahi; জন্ম: ১ ফেব্রুয়ারি ১৯৯৩) হলেন একজন ইরানি পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে আমিরাতি ক্লাব আল ওয়াহদা এবং ইরান জাতীয় দলের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে রক্ষণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় অথবা আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।
২০১০ সালে, আহমদ ইরান অনূর্ধ্ব-১৭ দলের হয়ে ইরানের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় পাঁচ বছর যাবত ইরানের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১৮ সালে ইরানের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; ইরানের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ২৬ ম্যাচে ৩টি গোল করেছেন।
আহমদ নুরুল্লাহি ১৯৯৩ সালের ১লা ফেব্রুয়ারি তারিখে ইরানের আজাদশাহরে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
আহমদ কাতারে অনুষ্ঠিত ২০২২ ফিফা বিশ্বকাপের জন্য ২০২২ সালের ১৩ই নভেম্বর তারিখে ঘোষিত ইরানের ২৫ সদস্যের চূড়ান্ত দলে স্থান পেয়েছেন।[১][২]
দল | সাল | ম্যাচ | গোল |
---|---|---|---|
ইরান | ২০১৮ | ২ | ০ |
২০১৯ | ৫ | ২ | |
২০২০ | ২ | ০ | |
২০২১ | ১১ | ১ | |
২০২২ | ৬ | ০ | |
সর্বমোট | ২৬ | ৩ |