ইউজিন ফামা | |
---|---|
জন্ম | |
জাতীয়তা | মার্কিন |
প্রতিষ্ঠান | শিকাগো বিশ্ববিদ্যালয় |
কাজের ক্ষেত্র | ফিন্যান্সিয়াল ইকোনোমিক্স |
ঘরানা/গোষ্ঠী/ঐতিহ্য | শিকাগো স্কুল অব ইকোনোমিক্স |
শিক্ষায়তন | শিকাগো বিশ্ববিদ্যালয় টাফটস বিশ্ববিদ্যালয় |
যাদের দ্বারা প্রভাবিত হয়েছেন | মার্টন মিলার |
অবদানসমূহ | ফামা-ফ্রেঞ্চ থ্রী-ফ্যাক্টর মডেল এফিসিয়েন্ট মার্কেট হাইপোথিসিস |
পুরস্কার | ২০০৫ ডয়েশ ব্যাংক প্রাইজ ইন ফিন্যান্সিয়াল ইকোনোমিক্স ২০০৮ মর্গ্যান স্ট্যানলি-আমেরিকান ফিন্যান্স অ্যাসোসিয়েশন পুরস্কার অর্থনীতিতে নোবেল পুরস্কার (২০১৩) |
Information at IDEAS / RePEc |
ইউজিন ফ্রান্সিস জিন ফামা (ইংরেজি: Eugene Francis "Gene" Fama; জন্ম: ১৪ ফেব্রুয়ারি, ১৯৩৯) ম্যাসাচুসেট্স অঙ্গরাজ্যের বোস্টনে জন্মগ্রহণকারী বিশিষ্ট মার্কিন অর্থনীতিবিদ। তিনি সম্পত্তির মূল্য নির্ধারণে তাত্ত্বিক ও প্রায়োগিক তত্ত্ব - উভয় কারণে পরিচিত হয়ে আছেন। ২০১৩ সালের অর্থনীতি বিষয়ে অন্য দুই মার্কিন অর্থনীতিবিদ লারস পিটার হ্যান্সেন এবং রবার্ট জে. শিলারের সাথে তিনিও যৌথভাবে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন।[১][২]
অ্যাঞ্জেলিনা (বিবাহ-পূর্ব সারাসেনো) ও ফ্রান্সিস ফামা দম্পত্তির পুত্র ইউজিন ফামা ম্যাসাচুসেট্স অঙ্গরাজ্যের বোস্টনে জন্মগ্রহণ করেন। তার দাদার পরিবার ইতালি থেকে অভিবাসিত হয়ে এসেছেন।[৩]
ম্যালডেন ক্যাথলিক হাই স্কুলে থাকাকালীন তিনি অ্যাথলেটিক হল অব ফেমে অন্তর্ভুক্ত হয়েছিলেন। ১৯৬০ সালে টাফটস বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে স্নাতক-পূর্ব ডিগ্রী লাভ করেন। বিদ্যালয় জীবনের ন্যায় এখানেও তিনি সেরা অ্যাথলেট মনোনীত হয়েছিলেন।[৪] শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি ও ফিন্যান্স বিষয়ে এম.বি.এ ও পিএইচ.ডি ডিগ্রী লাভ করেন। তার ডক্টরেট ডিগ্রী অর্জনে নোবেল পুরস্কার বিজয়ী মার্টন মিলার ও হ্যারি রবার্টস তত্ত্বাবধায়ক ছিলেন। কিন্তু ডক্টরেট ডিগ্রী অর্জনে সর্বাপেক্ষা প্রভাব বিস্তার করেন বেনোইট ম্যানডেলব্রট।[৫]
ফামা ১৯৬৩ সালে শিকাগো বিশ্ববিদ্যালয় এ ফাইন্যান্সের সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন। তিনি ১৯৬৬ সালে সহযোগী অধ্যাপক এবং ১৯৬৮ সালে পূর্ণ অধ্যাপক পদে উন্নীত হন। বর্তমানে তিনি ইউনিভার্সিটি অব শিকাগো বুথ স্কুল অব বিজনেসের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। শিক্ষকতা পেশায় তার সারাটা সময় ব্যয় করেন শিকাগো বিশ্ববিদ্যালয়ে।
পুরস্কার | ||
---|---|---|
পূর্বসূরী আলভিন ই. রথ লয়েড এস. শাপলে |
অর্থনীতিতে নোবেল পুরস্কার বিজয়ী ২০১৩ সাথে: লারস পিটার হ্যান্সেন রবার্ট জে. শিলার |
সাম্প্রতিক |