ইকবাল হোসেন সবুজ | |
---|---|
গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ৩০ ডিসেম্বর ২০১৮ – ৭ জানুয়ারি ২০২৪ | |
পূর্বসূরী | রহমত আলী |
উত্তরসূরী | রুমানা আলী |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | মুহাম্মদ ইকবাল হোসেন ১২ আগস্ট ১৯৭৪ দমদমা, প্রহলাদপুর, শ্রীপুর, গাজীপুর, বাংলাদেশ |
জাতীয়তা | বাংলাদেশি |
রাজনৈতিক দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
পিতামাতা | ইসমাইল হোসেন বাগমার (পিতা) |
প্রাক্তন শিক্ষার্থী | |
পেশা | রাজনীতিবিদ |
ডাকনাম | সবুজ |
ইকবাল হোসেন সবুজ (জন্ম: ১২ আগস্ট ১৯৭৪) একজন বাংলাদেশি রাজনীতিবিদ। তিনি গাজীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য।[১][২]
সবুজ ১২ আগস্ট ১৯৭৪ সালে গাজীপুরের শ্রীপুরের প্রহলাদপুরের দমদমা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা ইসমাইল হোসেন বাগমার ছিলেন কৃষক।
তিনি জয়দেবপুরের রাণী বিলাসমনি সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ থেকে স্নাতক পাশ করেন।[২]
ইকবাল হোসেন সবুজ ছাত্র রাজনীতিতে সক্রিয় ছিলেন। ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের ছাত্র সংসদের ভিপি ছিলেন। যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
২০০৯ সালে শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।
তিনি গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।[৩]
২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে গাজীপুর-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[১][২] এই সংসদে তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য।[৩]
২০২৪ সালের ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রুমানা আলী বিপক্ষে নির্বাচন করে পরাজিত হন।