ইকলস ক্যানাইমা | |
---|---|
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ/রাজ্য: | অ্যানিম্যালিয়া (Animalia) |
পর্ব: | আর্থ্রোপোডা (Arthropoda) |
শ্রেণি: | ইনসেক্টা (Insecta) |
বর্গ: | লেপিডোপ্টেরা (Lepidoptera) |
পরিবার: | স্যাটারনিডাই (Saturniidae) |
গণ: | Eacles Feige, 1971 |
প্রজাতি: | E. canaima |
দ্বিপদী নাম | |
Eacles canaima Feige, 1971 |
ইকলস ক্যানাইমা হল এক প্রকার মথ প্রজাতি। এটি লেপিডোপ্টেরা বর্গের স্যাটারনিডাই পরিবারের সদস্য। প্রধানত ভেনেজুয়েলায় এদের পাওয়া যায়।[১] ১৯৭১ সালে সর্বপ্রথম এটি নামকরণ করা হয়। মথটির নামকরণ করেন বিজ্ঞানী ফেইজ।