ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
জন্ম | ৩০ সেপ্টেম্বর ১৯৮৯ | ||
জন্ম স্থান | কাসাব্লাঙ্কা, মরক্কো | ||
উচ্চতা | ১.৮২ মিটার (৫ ফুট ১১+১⁄২ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | মধ্যমাঠের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | আল সাইলিয়াহ | ||
জার্সি নম্বর | ৩৩ | ||
যুব পর্যায় | |||
১৯৯৯–২০০২ | উইদাদ | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০০৭–২০০৯ | ল্য আভ্র বি | ||
২০০৯ | ল্য আভ্র | ২৩ | (০) |
২০০৯–২০১৩ | ইস্ত্র | ৯১ | (১১) |
২০১৩–২০১৬ | আজমান | ৩৯ | (৫) |
২০১৬ | আল খুরাইতিয়াত | ০ | (০) |
২০১৬–২০১৯ | দিব্বা আল ফুজাইরাহ | ৬৩ | (৯) |
২০১৯–২০২০ | আল হাজম | ৩০ | (৩) |
২০২০–২০২১ | আল আহলি | ২০ | (২) |
২০২১– | আল সাইলিয়াহ | ২২ | (৬) |
জাতীয় দল‡ | |||
২০১১ | মরক্কো অনূর্ধ্ব-২০ | ৬ | (১) |
২০১১–২০১২ | মরক্কো অনূর্ধ্ব-২৩ | ২৪ | (৩) |
২০২১– | মরক্কো | ৩ | (০) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৮:৪৯, ২৪ মার্চ ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৮:৪৯, ২৪ মার্চ ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
ইদ্রিস ফাত্তুহি (আরবি: إدريس فتوحي, ইংরেজি: Driss Fettouhi; জন্ম: ৩০ সেপ্টেম্বর ১৯৮৯) হলেন একজন মরক্কী পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে কাতারের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর কাতার স্টার্স লিগের ক্লাব আল সাইলিয়াহ এবং মরক্কো জাতীয় দলের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।[১][২] তিনি মূলত কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় এবং বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।
২০১১ সালে, ইদ্রিস মরক্কো অনূর্ধ্ব-২৩ দলের হয়ে মরক্কোর বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন।[৩] প্রায় ২ বছর যাবত মরক্কোর বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০২১ সালে মরক্কোর হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; মরক্কোর জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৩ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
ইদ্রিস ফাত্তুহি ১৯৮৯ সালের ৩০শে সেপ্টেম্বর তারিখে মরক্কোর কাসাব্লাঙ্কায় জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
ইদ্রিস মরক্কো অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার মাধ্যমে মরক্কোর প্রতিনিধিত্ব করেছেন। মরক্কোর বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ১০ বছরে ২৯ ম্যাচে অংশগ্রহণ করে ৪টি গোল করেছেন।
২০২১ সালের ১লা ডিসেম্বর তারিখে, ৩২ বছর, ২ মাস ও ১ দিন বয়সে, বাম পায়ে ফুটবল খেলায় পারদর্শী ইদ্রিস ফিলিস্তিনের বিরুদ্ধে অনুষ্ঠিত ২০২১ ফিফা আরব কাপের ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে মরক্কোর হয়ে অভিষেক করেছেন।[৪][৫] উক্ত ম্যাচের ৮৩তম মিনিটে মধ্যমাঠের খেলোয়াড় ইয়াহিয়া জাব্রানের বদলি খেলোয়াড় হিসেবে তিনি মাঠে প্রবেশ করেছিলেন;[৬] ম্যাচে তিনি ২৩ নম্বর জার্সি পরিধান করে কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।[৭] ম্যাচটি মরক্কো ৪–০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[৮] মরক্কোর হয়ে অভিষেকের বছরে ইদ্রিস সর্বমোট ৩ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
দল | সাল | ম্যাচ | গোল |
---|---|---|---|
মরক্কো | ২০২১ | ৩ | ০ |
সর্বমোট | ৩ | ০ |