ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | ইনিগো মার্তিনেস বেরিদি | ||
জন্ম | ১৭ মে ১৯৯১ | ||
জন্ম স্থান | ওন্দারোয়া, স্পেন | ||
উচ্চতা | ১.৮২ মিটার (৫ ফুট ১১+১⁄২ ইঞ্চি)[১] | ||
মাঠে অবস্থান | রক্ষণভাগের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | বার্সেলোনা | ||
যুব পর্যায় | |||
আউরেরা | |||
২০০৬–২০০৯ | রিয়াল সোসিয়েদাদ | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০০৯–২০১১ | রিয়াল সোসিয়েদাদ বি | ৫৪ | (২) |
২০১১–২০১৮ | রিয়াল সোসিয়েদাদ | ২০৫ | (১৬) |
২০১৮–২০২৩ | অ্যাথলেটিক বিলবাও | ১৫২ | (৬) |
২০২৩– | বার্সেলোনা | ০ | (০) |
জাতীয় দল‡ | |||
২০১১ | স্পেন অনূর্ধ্ব-২০ | ১ | (০) |
২০১১–২০১৩ | স্পেন অনূর্ধ্ব-২১ | ১৫ | (০) |
২০১২ | স্পেন অনূর্ধ্ব-২৩ | ৪ | (০) |
২০১৩– | স্পেন | ২০ | (১) |
২০১১– | বাস্ক কান্ট্রি | ৮ | (০) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ২২ এপ্রিল ২০২৩ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ২৮ মার্চ ২০২৩ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
ইনিগো মার্তিনেস বেরিদি (বাস্ক: [iɲiɣo maɾtines̻ beriði]; স্পেনীয়: [ˈiɲiɣo maɾˈtineθ βeˈriði], ইংরেজি: Iñigo Martínez; জন্ম: ১৭ মে ১৯৯১; ইনিগো মার্তিনেস নামে সুপরিচিত) হলেন একজন স্পেনীয় পেশাদার ফুটবল খেলোয়াড় যিনি বর্তমানে স্পেনের পেশাদার ফুটবল লীগের শীর্ষ স্তর লা লিগায় বার্সেলোনা এবং স্পেন জাতীয় ফুটবল দল-এর হয়ে সেন্টার ব্যাক হিসেবে খেলেন।
স্পেনীয় ফুটবল ক্লাব আউরেরার যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে মার্তিনেস ফুটবল জগতে প্রবেশ করেন। পরবর্তীতে তিনি রিয়াল সোসিয়েদাদ এর হয়ে খেলার মাধ্যমে নিজের খেলার বিকাশ করেছেন। ২০০৯–১০ মৌসুমে প্রথমে রিয়াল সোসিয়েদাদ বি-এর হয়ে এবং পরবর্তীতে রিয়াল সোসিয়েদাদের হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন শুরু করেন। রিয়াল সোসিয়েদাদের হয়ে তিনি ৭ মৌসুম অতিবাহিত করে ২০৫ ম্যাচ খেলে ১৬টি গোল করেছেন। ২০১৮–১৯ মৌসুমে তিনি ৩ কোটি ২০ লক্ষ ইউরোর বিনিময়ে রিয়াল সোসিয়েদাদ হতে আরেক স্পেনীয় ফুটবল ক্লাব অ্যাথলেটিক বিলবাওয়ে যোগদান করেন।[২] ২০২৩ সালে তিনি স্পেনীয় শীর্ষপর্যায়ের দল ফুটবল ক্লাব বার্সেলোনায় যোগদান করেন।
আন্তর্জাতিক প্রতিযোগিতায় মার্তিনেস এপর্যন্ত ১টি শিরোপা জয়লাভ করেছেন, যেটি হচ্ছে ২০১৩ উয়েফা ইউরোপীয় অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপ।
ক্লাব | মৌসুম | লিগ | কাপ | ইউরোপীয় | অন্যান্য | মোট | ||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
বিভাগ | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | ||
রিয়াল সোসিয়েদাদ বি | ২০০৯–১০ | তেরসেরা দিভিসিওন | ২৩ | ১ | — | — | — | ২৩ | ১ | |||
২০১০–১১ | সেহুন্দা দিভিসিওন বি | ৩১ | ১ | — | — | — | ৩১ | ১ | ||||
মোট | ৫৪ | ২ | — | — | — | ৫৪ | ২ | |||||
রিয়াল সোসিয়েদাদ | ২০১১–১২ | লা লিগা | ২৬ | ৩ | ২ | ০ | — | — | ২৮ | ২ | ||
২০১২–১৩ | ৩৪ | ৪ | ১ | ০ | — | — | ৩৫ | ৪ | ||||
২০১৩–১৪ | ৩৫ | ২ | ৫ | ০ | ৭ | ০ | — | ৪৭ | ২ | |||
২০১৪–১৫ | ৩৪ | ২ | ৩ | ০ | ৪ | ০ | — | ৪১ | ২ | |||
২০১৫–১৬ | ৩০ | ১ | ১ | ০ | — | — | ৩১ | ১ | ||||
২০১৬–১৭ | ৩৪ | ৩ | ৬ | ১ | — | — | ৪০ | ৪ | ||||
২০১৭–১৮ | ১২ | ১ | ১ | ০ | ৩ | ০ | — | ১৬ | ১ | |||
মোট | ২০৫ | ১৬ | ১৯ | ১ | ১৪ | ০ | — | ২৩৮ | ১৭ | |||
অ্যাথলেটিক বিলবাও | ২০১৭–১৮ | লা লিগা | ১৬ | ০ | — | — | — | ১৬ | ০ | |||
২০১৮–১৯ | ৩৩ | ০ | ২ | ০ | — | — | ৩৫ | ০ | ||||
২০১৯–২০ | ৩৩ | ১ | ৮ | ০ | — | — | ৪১ | ১ | ||||
২০২০–২১ | ২৮ | ১ | ৩ | ১ | — | ২ | ০ | ৩৩ | ২ | |||
২০২১–২২ | ২৭ | ৩ | ৫ | ১ | — | ২ | ০ | ৩৪ | ৪ | |||
২০২২–২৩ | ১৫ | ১ | ৩ | ০ | — | — | ১৮ | ১ | ||||
মোট | ১৫২ | ৬ | ২১ | ২ | — | ৪ | ০ | ১৭৭ | ৮ | |||
বার্সেলোনা | ২০২৩–২৪ | লা লিগা | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | ০ |
মোট | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | ||
সর্বমোট | ৪১১ | ২৪ | ৪০ | ৩ | ১৪ | ০ | ৪ | ০ | ৪৬৯ | ২৭ |
জাতীয় দল | সাল | উপস্থিতি | গোল |
---|---|---|---|
স্পেন | ২০১৩ | ২ | ০ |
২০১৬ | ২ | ০ | |
২০১৮ | ২ | ০ | |
২০১৯ | ৫ | ০ | |
২০২০ | ১ | ০ | |
২০২১ | ৫ | ০ | |
২০২২ | ২ | ১ | |
২০২৩ | ১ | ০ | |
মোট | ২০ | ১ |