ইবতিহাজ মুহাম্মাদ Ibtihaj Muhammad | |
---|---|
![]() ইবতিহাজ মুহাম্মাদ ২০১৮ সালে | |
ব্যক্তিগত তথ্য | |
জন্ম | ম্যাপলউড, নিউ জার্সি, মার্কিন | ৪ ডিসেম্বর ১৯৮৫
উচ্চতা | ১.৭০ মিটার |
ওজন | ৬৬ কেজি |
ক্রীড়া | |
দেশ | ![]() |
ক্রীড়া | অসিক্রীড়া |
সরঞ্জাম | সাবরি |
হাত | ডানহাতি |
ক্লাব | পিটার ওয়েস্টব্রুক ফাউন্ডেশন |
প্রধান প্রশিক্ষক | এড কোরফ্যান্টি |
ব্যক্তিগত প্রশিক্ষক | আখি স্পেন্সর-এল |
এফআইই অবস্থান | Current ranking |
ইবতিহাজ মুহাম্মাদ (জন্ম: ডিসেম্বর ৪, ১৯৮৫) হলেন একজন আমেরিকান অসিচালনাকারী এবং যুক্তরাষ্ট্রের অসিচালনা দলের অন্যতম সদস্য। মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা চলাকালে তিনি হিজাব পরে খেলা প্রথম কোন মুসলিম আমেরিকার নারী হিসেবে সুপরিচিত একজন ব্যক্তিত্ব।[১]
ইবতিহাজ মুহাম্মাদ নিউ জার্সির ম্যাপলউডে জন্মগ্রহণ করেন এবং সেখানেই বেড়ে ওঠেন, ম্যানহাটান থেকে প্রায় ২৫ মাইল (৪০ কিমি) দুরত্ব এবং আফ্রিকা-আমেরিকা বংশোদ্ভূত।[২][৩] তার বাবা মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন এবং ইসলাম ধর্মে ধর্মান্তরিত হন।[৪][৫] তার বাবা ইউজিন মুহাম্মদ নিউ জার্সির অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার ছিলেন এবং তার মা ডেনিস প্রাথমিক বিদ্যালয়ের বিশেষ শিক্ষিকা ছিলেন।[৩][৬][৭][৭] তিনি ৫ ভাইবোনদের মধ্যে তৃতীয় ছিলেন।[৮]