এই নিবন্ধটি অত্যন্ত সংক্ষিপ্ত।(জুন ২০২২) |
আবু আবদুল্লাহ ইবনুল আযরাক (আরবি: ابن الأزرق) আল-আন্দালুস তথা স্পেনের একজন মুসলিম ফকিহ বা আইনজ্ঞ ছিলেন। ১৪২৭ সালে তিনি মালাগায় জন্মগ্রহণ করেন।[১]
ইবনুল আযরাক রাষ্ট্রবিজ্ঞানের উপর একটি বই লিখেছেন, যেখানে তিনি ইবন খালদুনের কাজ সম্পর্কে মন্তব্য করেন; যার শিরোনাম ছিল: মার্ভেল অব স্টেট কন্ডাক্ট অ্যান্ড নেচার অব অথরিটি।
১৪৯১ সালে তিনি মৃত্যুবরণ করেন।