ব্যক্তিগত তথ্য | |
---|---|
পূর্ণ নাম | Imran Janat |
ব্যাটিংয়ের ধরন | Right-handed |
বোলিংয়ের ধরন | Right-arm off-break |
ভূমিকা | Batsman |
ঘরোয়া দলের তথ্য | |
বছর | দল |
2017 | Mis Ainak Region |
উৎস: ESPNcricinfo, 27 January 2017 |
ইমরান জানাত একজন আফগান ক্রিকেটার।[১] ২৭ জানুয়ারি, ২০১৭ সালে,জিম্বাবুয়ে এ দলের বিপক্ষে আফগানিস্তান এ দলের সদস্যরূপে লিস্ট এ ক্রিকেটে অভিষেক ঘটে তার।[২] তিনি ১৬ সেপ্টেম্বর ২০১৭ সালে ২০১৭ শাপাগিজা ক্রিকেট লীগে কাবুল ঈগলসের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে আত্মপ্রকাশ ঘটে।[৩] ২০ অক্টোবর ২০১৭ সালে ২০১৭-১৮ আহমদ শাহ আবদালি ৪-দিনের প্রতিযোগিতায় বন্দ-ই-আমির অঞ্চলের হয়ে প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক ঘটে।[৪]
২০১৮ সালে,জানাত আহমদ শাহ আবদালি ৪ দিনের প্রতিযোগিতায় আট ম্যাচে ৬৫১ রান করে কাবুল অঞ্চলের শীর্ষস্থানীয় রান সংগ্রহকারী ছিলেন।[৫]
২০১৮ সালের সেপ্টেম্বরে, আফগানিস্তান প্রিমিয়ার লীগ টুর্নামেন্টের প্রথম সংস্করণে তাকে নানগারহার স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছিল।[৬]