ইয়োক্টো-

ইয়োক্টো (প্রতীক y) হলো মেট্রিক ব্যবস্থায় ব্যবহৃত একটি এককের উপসর্গ। ইয়োক্টো দ্বারা ১০−২৪ বা ০.০০ ০০ ০০ ০০ ০০ ০০ ০০ ০০ ০০ ০০ ০০ ০১ মানকে প্রকাশ করা হয়।

১৯৯১ সালে ওজন ও পরিমাপ বিষয়ক সাধারণ সম্মেলনে এককের উপসর্গ হিসেবে ইয়োক্টো গৃহীত হয়।[] শব্দটি ল্যাটিন octo বা গ্রিক οκτώ থেকে আগত, যার অর্থ "আট"; কেননা এই উপসর্গযুক্ত এককের মান ১০০০−৮ এককের সমান। ইয়োক্টো হলো এখন পর্যন্ত স্বীকৃত এককের ক্ষুদ্রতম এসআই উপসর্গ

অতিপারমাণবিক কণাসমূহের ভর নির্দেশের জন্য ইয়োক্টো উপসর্গ ব্যবহৃত হতে পারে। যেমন:

ইলেকট্রনের স্থিতি ভর: ০.০০০৯১১ ইওকg (ইয়োক্টোগ্রাম)
প্রোটনের স্থিতি ভর: ১.৬৭২৬ ইওকg (ইয়োক্টোগ্রাম)
নিউট্রনের স্থিতি ভর: ১.৬৭৪৯ ইওকg (ইয়োক্টোগ্রাম)
পারমাণবিক ভর একক: ১.৬৬০৫ ইওকg (ইয়োক্টোগ্রাম)

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Resolution 4 of the 19th CGPM"BIPM। ১৯৯১। ২০২০-১০-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৫-১৪